ডিপিএলে আজ শুক্রবার ছিল দ্বিতীয় রাউন্ডের শেষ দিন। এদিন তিন ভেন্যুতে লড়েছে ৬ দল। এর মধ্যে বিকেএসপির তিন নম্বর মাঠে বড় দুই দল লিজেন্ডস অব রূপগঞ্জ এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাব মুখোমুখি হয়েছে। ম্যাচটিতে নুরুল হাসান সোহানের দল ধানমন্ডির কাছে পরাজিত হয়েছে আকবর আলির রূপগঞ্জ। 

আগে ব্যাট করতে নেমে ধানমন্ডি নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩২ রান সংগ্রহ করে। দলের হয়ে ঝোড়ো সেঞ্চুরি করেন ইয়াসির আলি রাব্বি। ১২১ বল খেলে ১৪৩ রানে অপারজিত থাকেন এই ডানহাতি ব্যাটার। এ ছাড়া মইন খান ৬২ ও জিয়াউর রহমান করেন ৪০ রান। রূপগঞ্জের হয়ে স্পিনার তানভীর ইসলাম সর্বোচ্চ ৩ উইকেট নেন। 

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় রূপগঞ্জ। ১৭ রান করে ওপেনার তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার রানের খাতা খোলার আগেই বিদায় নেন। পরে মাহমুদুল হাসান জয় করেন ২ রান। বিপর্যয় সামলে দলের হাল ধরেন আরেক ওপেনার সাইফ হাসান এবং মিডল অর্ডারে নামা আফিফ হেসেন। দুই ব্যাটার মিলে গড়েছেন ১৬২ রানের জুটি। 

দুজনেই দারুণ দুটি ব্যক্তিগত সেঞ্চুরির পথেই ছিলেন। কিন্তু কাঁটা পড়লেন ‘নার্ভাস নাইন্টি’র ঘরে। সাইফ ফিরে যান ৯৫ রানে, এ ছাড়া আফিফও দুই রানের আক্ষেপ নিয়ে ৯৮–তে আউট হয়েছেন। শেষদিকে টেলএন্ডার রেজাউর রহমান রাজা ৪৯ রান করলে ৩০৮–তে শেষ হয় রূপগঞ্জের ইনিংস। ২৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সোহানের দল। ধানমন্ডির হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন মাসুম খান টুটুল এবং মইন খান। 

এসএইচ/এএইচএস