দলকে প্রেরণা দিতে প্রীতি জিন্তাকে প্রায়সময়ই মাঠে দেখা যায়। গতকালও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে দেখা গেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের মালিক এই বলিউড অভিনেত্রীকে।

প্রীতি গ্যালারিতে থাকা মানেই দর্শকদের কাছে যেন বাড়তি উন্মাদনা। কিছুক্ষণ পরপরই ক্যামেরায় দেখা মেলে প্রীতির মুখ। দলের ভালো মুহূর্তে যেমন হাসিতে মাতিয়ে রাখেন, তেমনি খারাপ সময়ে তার মেঘে ঢাকা মুখও যেন শোক নামিয়ে আনে গ্যালারিজুড়ে। 

এবারের আইপিএলে নিজ দলের সমর্থকদের মাঝে জার্সি উপহার দিচ্ছেন প্রীতি জিন্তা। এবার নেটদুনিয়ায় ভাইরাল প্রীতির উপহার দেওয়া জার্সি নিয়ে সমর্থকদের কাড়াকাড়ির ভিডিও। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, পাঞ্জাবের ভক্তদের উদ্দেশ্যে দলের জার্সি উপহার হিসেবে দিচ্ছেন প্রীতি। সেই জার্সি নেবেন কে? তা নিয়েই গ্যালারিতে কাড়াকাড়ি লেগে যায় কয়েকজনের মধ্যে। এই যখন অবস্থা, এক পুলিশ এসে দর্শকদের ঝামেলা থামানোর চেষ্টাও করেন। তারপর কী হয়েছিল, অবশ্য জানা যায়নি।

চলতি আইপিএলে একেবারে খারাপ নেই পাঞ্জাব। এখনও অবধি শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ৫ ম্যাচ খেলে ৩ জয়, ২ হার। সর্বশেষ ম্যাচে আড়াইশোর কাছাকাছি রান করেও সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে প্রীতির দল। এর আগে ৮ এপ্রিলের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ১৮ রানে হারিয়েছিল পাঞ্জাব। শ্রেয়াস আইয়ারের দলের পরের ম্যাচ মঙ্গলবার, প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।

এফআই