সিলেট টেস্ট চলাকালে হার্ট অ্যাটাক, বিসিবি কর্মকর্তার মৃত্যু
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট চলাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. ইকরাম চৌধুরী মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
জানা গেছে, আজ (বুধবার) সিলেট টেস্টের চতুর্থ দিন সকালে স্টেডিয়ামে দায়িত্ব পালন করা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মো. ইকরাম চৌধুরী। এরপর সিলেটের আল-হারামাইন হাসপাতালে নেওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিসিবি পরে নিশ্চিত করেছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ইকরাম।
বিজ্ঞাপন
Md Ikram Chowdhury Ikram অল্প কিছুক্ষন আগে আল-হারামাইন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছে- ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি...
Posted by Ali Wasiquzzaman Chowdhury on Tuesday, April 22, 2025
জানা যায়, সিলেটের সুপরিচিত ক্রীড়া সংগঠক ইকরাম চৌধুরী ২০১৪ সাল থেকে বিসিবির নিরাপত্তা কমিটির সঙ্গে কাজ করে আসছিলেন। তার মৃত্যুতে সিলেট ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
বিসিবি কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক ইকরামের বিদায়ে অনেকেই শোক জানাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শোক জানিয়েছে। এক বিবৃতিতে বিসিবি বলছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। এ ছাড়া তার পরিবারের প্রতিও গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে বিসিবি।
এফআই