বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জিতে ইতোমধ্যে সিরিজে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে দল। এবার সিরিজের শেষ টেস্টে আগামীকাল সোমবার চট্টগ্রামে মাঠে নামতে যাচ্ছে দুই দল। তবে শেষ টেস্টের ফলাফল কেমন হবে সেটা নিয়ে এখনই ভাবতে চান না জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। 

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন বলেন, ‘আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে জরুরি হলো সেই প্রক্রিয়াগুলো বুঝে নেওয়া, যেগুলো আমাদের টেস্ট জয় এনে দিয়েছে। শুধু ১-০ ব্যবধানে এগিয়ে আছি বলে বাড়তি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই বা এই ভেবে নয় যে এখন সিরিজ জিততেই হবে।'

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হওয়া উচিত পুরো ব্যাপারটিকে ছোট ছোট ধাপে ভাগ করে নেওয়া এবং নিজেদের প্রক্রিয়া ও পরিকল্পনায় অটুট থাকা। যতটা সম্ভব দীর্ঘ সময় ধরে এটা ধরে রাখতে পারলেই নিজেদের জন্য সেরা সুযোগ তৈরি হবে। ফলাফল নিয়ে আগে থেকেই ভাবতে শুরু করলে চলবে না।’

আরভিন মনে করে একাদশ সাজাতে কন্ডিশন দেখেই সিদ্ধান্ত নেবেন তারা, ‘নেটে বল কিছুটা ধীরগতির মনে হয়েছে। সম্ভবত ম্যাচ যত এগোবে, স্পিন আরও বেশি প্রভাব ফেলতে পারে। তবে আবারও বলছি, কন্ডিশন বুঝে নেওয়া এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াটাই এখন সবচেয়ে জরুরি। আমরা চেষ্টা করব কন্ডিশন যতটা ভালোভাবে মূল্যায়ন করা যায়, যাতে টেস্ট ম্যাচ জয়ের সম্ভাবনা বাড়ে।’ 

দেরি করেই কেন সিদ্ধান্ত নিচ্ছেন, সেটার ব্যাখ্যাও দেন আরভিন, ‘যেমনটা বলেছি, কন্ডিশন মূল্যায়ন করাই মূল বিষয়। আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য যতটা সম্ভব দেরি করতে চাই, যাতে বোঝা যায় কোন কম্বিনেশন আমাদের জন্য সবচেয়ে ভালো হবে।’ 

এসএইচ/জেএ