ফকিরেরপুলের কাছে হেরে রেলিগেশনের আরো কাছে চট্টগ্রাম আবাহনী
বাংলাদেশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে ঢাকা মোহামেডান অনেকটাই এগিয়ে। অন্য দিকে রেলিগেশন জোনের লড়াইটা আজ একপেশে হয়েছে। ফকিরেরপুলের কাছে ৩-২ গোলে হেরে চট্টগ্রাম আবাহনীর অবনমন এখন যেন শুধু সময়ের অপেক্ষা।
১৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে চট্টগ্রাম আবাহনী। আজ ফকিরেরপুলকে হারাতে পারলে ছয় পয়েন্ট নিয়ে ঢাকা ওয়ান্ডারার্সের ৭ পয়েন্টের কাছাকাছি যেতে পারত চট্টগ্রাম আবাহনী। পাশাপাশি ফকিরেরপুলের পয়েন্টও থাকত ১০। তখন তিন দলের মধ্যে চলত রেলিগেশন এড়ানোর লড়াই।
বিজ্ঞাপন
ফকিরেরপুল আজকের ম্যাচ জেতায় ১৩ পয়েন্ট নিয়ে এখন রেলিগেশন নিয়ে অনেকটাই শঙ্কা মুক্ত। আর চট্টগ্রাম আবাহনী প্রায় সমশক্তির দলের বিপক্ষে হারায়ব তাদের অবনমিত হওয়া এখন সময়ের অপেক্ষা। চলমান প্রিমিয়ার লিগ থেকে দুটি দল অবনমন হওয়ার কথা।
বিজ্ঞাপন
৩৩ মিনিটে শুভ রাজবংশীর গোলে চট্টগ্রাম আবাহনী লিড নেয়। পরের মিনিটে বেন ইব্রাহিমের গোলে সমতা আনে ফকিরেরপুল। ৭৬ মিনিটে ইব্রাহীমের গোলেই আবার ব্যবধান বাড়ায় ফকিরেরপুল। ইনজুরি সময়ে সাঈদ হাসান সায়েমের গোলে স্কোরলাইন ৩-১ হয়। ইনজুরি সময়ে চট্টগ্রাম আবাহনীর ফয়সাল আহমেদের গোলে চট্টগ্রাম আবাহনী পরাজয়ের ব্যবধান কমিয়ে ৩-২ করে।
দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জের খেলা গোলশূন্য ড্র হয়। রহমতগঞ্জ ও ব্রাদার্স সমান ১৩ ম্যাচে ২০ ও ১৯ পয়েন্ট নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে।
এজেড/এইচজেএস