‘এ’ দলের সিরিজ
৬ বলে ৬টা ছক্কা মারার জন্য ক্রিকেটারদের স্কিলের উন্নতি চান কোচ
বাংলাদেশে সফরে এসে তিন ওয়ানডের পর একটি চার দিনের ম্যাচও খেলে ফেলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। এবার দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলতে আগামীকাল বুধবার মাঠে নামবে দুই দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। গতকাল আরব আমিরাতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ জাতীয় দল, যে কারণে স্কিলের ওপর নজর দেওয়ার কথা জানালেন ‘এ’ দলের কোচ মিজানুর রহমান বাবুল।
আজ (মঙ্গলবার) দলীয় অনুশীলন শেষে কোচ বাবুল বলেন, 'আরও স্কিলফুল হতে হবে আমাদের খেলোয়াড়দের। আপনি অনেক সুসজ্জিত, আপনার কাছে সব রকমের অস্ত্র আছে। আপনি কি তখন ভয় পাবেন? আর যদি আপনি আধা আধা অস্ত্র নিয়ে যান, তাহলে অবশ্যই আপনাকে কিছু সময় লুকাতে হবে। আমি স্কিলের দিকেই জোর দেব। আমাদের অনেক বেশি দক্ষ হতে হবে। তাহলেই....।'
বিজ্ঞাপন
বাবুল আরও জানাচ্ছিলেন, 'আপনি দেখেন... আমরা ৬ মারার বল ৬ টা থাকলে ৩টা মারতে পারছি আর ৩টা পারছি না। এটাই স্কিল ডেভলপের জায়গা যে আমি ৬ টা বলের মধ্যে ৫ টা ৬ মারতে পারছি না। আবার ইয়োর্কার মারা দরকার। কিন্তু ওই চাপের মুহূর্তে আমরা ইয়োর্কার মারতে পারছি না। এই স্কিল ডেভলপের জন্য যা যা করা দরকার তা-ই করতে হবে।'
'হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। ম্যাচই বেশি খেলতে হবে, তাতে পরিবেশটা তৈরি হবে। ম্যাচের সময় একটা চাপ তৈরি হয়, সেটাতে মানিয়ে নিতে ম্যাচ খেলতে হবে, তখন স্কিলগুলো ডেভলপ হবে৷'
বিজ্ঞাপন
এসএইচ