একই নিয়ম ভাঙলেন তিনবার, সেঞ্চুরির পর বড় জরিমানা পান্তের
আইপিএলের পুরো আসরজুড়ে ব্যাট হাতে রীতিমতো ধুঁকেছেন ঋষভ পান্ত। অথচ তাকে লখনৌ সুপার জায়ান্টস দলে ভিড়িয়েছিল ইতিহাসগড়া পারিশ্রমিক ২৭ কোটি রুপিতে। গত ১২ ইনিংসে ১৫১ রান করা এই উইকেটরক্ষক ব্যাটার গতকাল (মঙ্গলবার) আসরে নিজেদের শেষ ম্যাচে ১১৮ রানের ইনিংস খেলেন। নিজেকে ফিরে পাওয়ার সেই ম্যাচ শেষেই অবশ্য বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে পান্তকে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে পান্তের সেঞ্চুরি ও মিচেল মার্শের ফিফটিতে ভর করে ২২৭ রান তোলে লখনৌ। নিজের ব্যক্তিগত ছন্দের দিনে জয়ের আশা করলেও হার দেখেছেন পান্ত। জিতেশ শর্মা ও বিরাট কোহলির ব্যাটে চড়ে লখনৌর দেওয়া লক্ষ্য বেঙ্গালুরু ৮ বল এবং ৬ উইকেট হাতে রেখে পেরিয়েছে।
বিজ্ঞাপন
পরবর্তীতে ম্যাচ শেষে জানা যায়, স্লো ওভার রেটের নিয়ম ভেঙেছেন লখনৌ অধিনায়ক পান্ত। এ নিয়ে চলতি আসরে তৃতীয়বার তিনি একই নিয়ম ভেঙেছেন। সে কারণে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে পান্তকে। এ ছাড়া লখনৌ’র ইমপ্যাক্ট ক্রিকেটারসহ পুরো একাদশই ১২ লাখ রুপি করে জরিমানা দিতে হচ্ছে। এবারের আইপিএলে ৫ ও ২৬ এপ্রিল দু’বার মন্থর গতির ওভারের কারণে জরিমানা গুনেন পান্ত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্লো ওভার রেটের নিয়ম তৃতীয়বার লঙ্ঘন করায় নিষেধাজ্ঞা পর্যন্ত হতে পারত লখনৌ দলপতির। তবে চলমান ২০২৫ আসরের নিয়মে সেটি শাস্তি পরিমার্জন করা হয়েছে। পুরোনো নিয়ম অনুসারে গত আসরে দুইবারের বেশি স্লো ওভার রেট ভাঙায় চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে পায়নি মুম্বাই ইন্ডিয়ান্স। নতুন নিয়ম অনুযায়ী– অধিনায়ককে ডিমেরিট পয়েন্ট দিয়ে শাস্তি দেওয়া হবে, তবে স্লো ওভার-রেটের জন্য তারা কোনো ম্যাচ নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন না।
লেভেল-১ অপরাধের জন্য ২৫ থেকে ৭৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হবে এবং ডিমেরিট পয়েন্ট নির্ধারিত হবে, যা গণনা করা হবে পরবর্তী তিন বছর পর্যন্ত। আবার কেউ লেভেল-২ অপরাধ করলে চারটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। প্রতি চারটি ডিমেরিট পয়েন্ট জমা হলে, ম্যাচ রেফারি শতভাগ জরিমানা বা অতিরিক্ত ডিমেরিট পয়েন্ট আরোপ করতে পারেন। এই ডিমেরিট পয়েন্ট ভবিষ্যতে ম্যাচ নিষেধাজ্ঞার কারণ হতে পারে। তবে শুধুমাত্র স্লো ওভার-রেটের জন্য তাৎক্ষণিকভাবে কোনো ম্যাচ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
চলতি আইপিএল থেকে কয়েক ম্যাচ হাতে থাকতেই বিদায় নিশ্চিত করেছিল লখনৌ। ফলে সর্বশেষ কয়েক ম্যাচ ছিল তাদের জন্য অনেকটাই নিয়মরক্ষার। বিপরীতে লখনৌকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে উঠে এসেছে বেঙ্গালুরু। আর নম্বর ওয়ান হয়ে প্লে-অফ খেলতে নামবে পাঞ্জাব কিংস। এই দুই দল ছাড়া প্লে-অফে ওঠা বাকি দুটি দল– গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স।
এএইচএস