গতবার ভারতের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ শুরু হয়েছিল ১১ জুন। এবারও ১১ জুন থেকেই শুরু হবে এই টুর্নামেন্ট। ইডেন গার্ডেন্সে হবে আসরের উদ্বোধনী ম্যাচ। ফাইনালও হবে একই স্টেডিয়ামে।

এদিকে চলমান আইপিএল শেষ হবে ৩ জুন। তার পরেই শুরু হয়ে যাবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। গত বারের মতো এবারও চিন্তা থাকবে বৃষ্টি নিয়ে। গত বার একটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিলও হয়েছিল। এবারও বেঙ্গল প্রো লিগে সমস্যা তৈরি করতে পারে বৃষ্টি।

আইপিএল শেষ না হলে বেঙ্গল প্রো লিগ শুরু করা যায় না। আবার আইপিএল শেষ হতে হতেই বৃষ্টির মৌসুম চলে আসে। ফলে জুন মাসের এই সময়েই টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে হয় বাংলার ক্রিকেট সংস্থাকে।

পুরুষ এবং নারীদের লিগ একই সময়ে চলে। ১১ জুন থেকে শুরু হবে ছেলেদের লিগ। পরের দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্ট লেকের মাঠে শুরু হবে নারীদের লিগ।

পুরুষদের লিগে প্রথম ম্যাচ খেলবে সোবিস্কো স্ম্যাশার্স মালদা এবং মুর্শিদাবাদ কিংস। ইডেনে খেলা শুরু হবে রাত ৮টা থেকে। ২৪ জুন পর্যন্ত চলবে লিগ ম্যাচ। ২৬ জুন দুটি সেমিফাইনাল হবে ইডেনে। ২৮ জুন হবে ফাইনাল।

নারীদের লিগে প্রথম ম্যাচ মুর্শিদাবাদ কুইন্স বনাম হার্বার ডায়মন্ডস। লিগের শেষ ম্যাচ ২৫ জুন। ২৭ জুন হবে সেমিফাইনাল। ফাইনাল ইডেনে ২৮ জুন দুপুরে।

এইচজেএস