টিকিটের দাবিতে বাফুফে ভবনের সামনে সমর্থকদের অবস্থান
সমর্থকরাই মূলত খেলার প্রাণ। গত এক যুগে বাংলাদেশের ফুটবল ছিল অনেকটাই জীর্ণশীর্ণ পরিস্থিতিতে। এরপরও ফুটবলপ্রেমী দর্শকরা মাঠে গিয়ে বাংলাদেশ দলকে উজ্জীবিত করেছেন। গ্যালারীতে ব্যানার নিয়ে স্লোগান দেওয়াসহ অনেক কিছুই করেছেন। দুঃসময়ে থাকা প্রকৃত ফুটবল সমর্থকদের বড় অংশ এবার সিঙ্গাপুর ম্যাচে গ্যালারীতে থাকা নিয়ে ঘোর অনিশ্চয়তায়।
‘ফুটবল আলট্রাস’ বাংলাদেশের ফুটবল সমর্থকদের অন্যতম গোষ্ঠী। যারা টিকিটটের দাবিতে আজ বিকেল থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত বাফুফে ভবনের সামনে অবস্থান করছে। তাদের কারো হাতে প্ল্যাকার্ড, 'টিকিট অথবা টিকিট’, 'আমি এবার চুপ হলাম টিকিট দে’, ‘নো আলট্রাস, নো ফুটবল’।
বিজ্ঞাপন
আলট্রাস অনির্দিষ্টকাল পর্যন্ত এই অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। বাফুফে ভবনের প্রধান ফটকের সামনেই বসেছেন আলট্রাসের জন বিশেক সদস্য। বাফুফে সমর্থকদের অবস্থানে কোনো বাধা প্রদান কিংবা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফেডারেশনের কর্তারা পেছনের গেট দিয়ে প্রবেশ করে তাদের দাপ্তরিক কাজ সম্পন্ন করছেন।
বিগত অর্ধযুগের বেশি সময় বাংলাদেশ ফুটবল দল ও দেশের ফুটবলের নানা কর্মকান্ডে সমর্থন জুগিয়ে আসছে। সেই আলট্রাস বাফুফের কাছে আরো মাস দু’য়েক আগে আর্থিক বিনিময় মূল্যের মাধ্যমে টিকিট কেনার জন্য আনুষ্ঠানিক চিঠি দিলেও কোনো উত্তর পায়নি। সাম্প্রতিক সময়ে আলট্রাসের দুই-তিন হাজারের টিকিট চাহিদার প্রেক্ষিতে ফেডারেশন ১০০ টিকিট প্রদানে সম্মত হয়। আলট্রাস সেটা প্রত্যাহার করে।
বিজ্ঞাপন
বাফুফে প্রথমবারের মতো টিকিটিং পূর্ণাঙ্গভাবে অনলাইনে করেছে। টিকিফাই প্ল্যাটফর্ম সাইবার আক্রমণের শিকার হয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেক সমর্থক টিকিট কাটতে পারেননি। এরপরও নাকি বেশ অল্প সময়ের মধ্যে সকল টিকিট বিক্রি হয়েছে। সমর্থকরা বাফুফের টিকিটিং পার্টনার টিকিফাইকে নিয়ে নানা সমালোচনা করেছে। প্রবাসী ফুটবলারদের বাংলাদেশে আনার ক্ষেত্রে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিমকে সমর্থকরা প্রশংসায় ভাসিয়েছিলেন। টিকিটিং ও আরো কিছু ইস্যুতে সেই ফাহাদ করিম এখন সমর্থকদের সমালোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু সমর্থক নয়, ফেডারেশনের নির্বাহী কমিটির কয়েকজন ফাহাদ করিমের উপর অত্যন্ত নাখোশ টিকিট সংক্রান্ত কিছু কর্মকান্ডের জন্য।
আলট্রাস ছাড়াও বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম আরো কয়েকটি সমর্থক গ্রুপও টিকিটের জন্য হাহাকার করছে। এদের প্রায় সবাই ফুটবলের দুঃসময়ের সঙ্গী। হামজা-সামিত আসার পর ফুটবলে সুদিনের হাওয়ায় বইছে। সেই সুদিনে বাফুফে পুরনো স্মৃতি ভোলার পথে।
এজেড/এইচজেএস