খেলায় বৃষ্টির বাধা/ঢাকাপোস্ট

সকাল থেকে ভারি বর্ষণের প্রভাব পড়েছে চলমাম ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)। আজ (মঙ্গলবার) সূচিতে সকালে ছিল ৩টি ম্যাচ। মিরপুরে একটি, সাভারে দুটি। তিন ম্যাচই বৃষ্টিতে থমকে যায়। তবে বৃষ্টি থামার পর দুটি ম্যাচ মাঠে গড়ালেও সাভারে সাকিব আল হাসানের মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি শুরু হয়নি।

গত ৩১ মে থেকে শুরু হওয়া ডিপিএল হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। প্রথম পাঁচ রাউন্ডের সূচিতে  প্রতিদিন ৬টি করে ম্যাচ রেখেছিল সিসিডিএম। তবে বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত হয়ে যায়। এরপর টুর্নামেন্ট কমিটি ভেন্যু থেকে বাদ দেয় বিকেএসপিকে। তার পরিবর্তে মিরপুরে প্রতিদিন তিনিটি করে ম্যাচ খেলিয়ে দুই দিনে এক রাউন্ডের খেলা শেষ করার সিদ্ধান্ত আসে। 

মিরপুরে এভাবে দুই রাউন্ডের খেলা চালিয়ে আবার তিন ভেন্যুতে খেলা রাখে সিসিডিএম। এবারও অস্বস্তি বৃষ্টির কারণে। সকাল থেকে টানা বর্ষণের ফলে বিকেএসপির ৪ নম্বর নাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি শুরু হয়নি। তবে কার্টেল ওভারে বিকেএসপির তিন নম্বর ভেন্যুতে প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয়েছে ওল্ড ডিওএইচএস ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতির ম্যাচ। ম্যাচটি হচ্ছে ১৩ ওভারে।

মিরপুরে ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকায় লিজেন্ডস অব রূপগঞ্জ ও শাইনপুকুর স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটিও আলোর মুখ দেখেছে। ম্যাচটি হচ্ছে ১২  ওভারের।

টিআইএস/এটি