অধিনায়ক মিরাজ কোথায় ব্যাট করবেন, জানালেন নিজেই
চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচই জিততে পারেনি টাইগাররা। দীর্ঘ বিরতির পর অবশেষ ৫০ ওভারের ক্রিকেটে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে আগামীকাল মাঠে নামবে টাইগাররা। নতুন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের প্রথম ম্যাচ হতে যাচ্ছে এটি। অবসর গ্রহণের কারণে মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকেও আর দেখা যাবে না ওয়ানডেতে। যে কারণে তাদের পজিশনে ব্যাটিং অর্ডার ফাঁকা রয়েছে।
বিজ্ঞাপন
ওয়ানডে সিরিজ শুরুর আগে মিরাজের ব্যাটিং অর্ডার নিয়েও কম আলোচনা হচ্ছে না। ক্যারিয়ারে কখনো ওপেনিংয়ে কিংবা আটে—বারবার ব্যাটিং অর্ডার বদল হয়েছে তার। তবে ওয়ানডের অধিনায়ক এবার নিজের ব্যাটিংয়ের স্থায়ী জায়গা বেছে নিতে পারেন।
ম্যাচের আগের দিন আজ কলম্বোতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'দেখেন এর আগেও আমি বলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আসার পর আমরা আর কোনো ওয়ানডে খেলিনি। দুইটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু চলে গিয়েছে মুশফিকুর রহিম ভাই এবং মাহমুদুল্লাহ রিয়াদ ভাই।'
বিজ্ঞাপন
'তারা অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল দলের জন্য। দুইটা জায়গাই অনেক ভেল্যুয়েভল আমার কাছে মনে হয়। আমরা চেষ্টা করব এই জায়গাতে যারা অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে তারা ওই জায়গাটা যাতে নিতে পারে। অধিনায়ক হিসেবে আমার মনে হয় ওই দুই জায়গার এক জায়গায় আমি ব্যাটিং করতে পারি। আর একটা জায়গায় হয়তো লিটন দাসকে খেলাতে পারি। ওখান থেকে কিন্তু খেলাটাকে বানাতে হয়, এই জায়গায় আমাদের সিনিয়রদের ওই দায়িত্বটা নিতে হবে।'—বলেন মিরাজ।
পঞ্চপাণ্ডবহীন নতুন বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে কাল। তবে বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েই গেছে। তানজিদ তামিমের সঙ্গে ওপেনিং কে করবেন, দলে ফেরা লিটন দাস বা মোহাম্মদ নাঈম নাকি পারভেজ হোসেন? এ ছাড়া আরও আছেন নাজমুল হোসেন শান্ত। সব প্রশ্নের উত্তর জানা যাবে কাল প্রথম ওয়ানডেতে।
এসএইচ/এফআই