৯ বছর পর পাকিস্তানকে হারিয়ে যা বললেন লিটন
কে ভেবেছিল পাকিস্তানের বিপক্ষে এত সহজেই ম্যাচ জিতে নেবে বাংলাদেশ দল? পাকিস্তানকে একেবারেই পাত্তা না দিয়ে ম্যাচ জিতে নিয়েছে টাইগাররা। আজ রোববার মিরপুরে শের-ই বাংলার পরিচিত কন্ডিশনে ফিরেই যেন নিজেদের হারানো আত্মবিশ্বাস খুঁজে পেল বাংলাদেশ।
মাস দেড়েক আগে পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। এবার ঘরের মাঠে যেন নিজেদের প্রমাণ করল বাংলাদেশ। ৯ বছর পর সফরকারীদের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেল টাইগাররা।
বিজ্ঞাপন
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯ ওভার ৩ বলে ১১০ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ফখর জামান। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক লিটন বলছিলেন, 'মিরপুরের উইকেট সম্পর্কে আমরা জানি, কারণ এখানে আমরা অনেক ম্যাচ খেলেছি। দ্বিতীয় ইনিংসে বল ভালো আসছিল, হয়তো শিশিরের কারণে। আমরা আজ দ্রুত উইকেট তুলে নিতে পেরেছিলাম।'
বিজ্ঞাপন
'আর ক্যাচ মিস কিছুসময় হতে পারে, আবার অনেকসময় কঠিন ক্যাচ ধরবেন। আর মিরপুরে মুস্তাফিজ কেমন কাজে লাগে সেটা তো জানাই। এ ছাড়া তাসকিন, সাকিব দারুণ বল করেছে।'-যোগ করেন তিনি।
এসএইচ/এইচজেএস