গ্লোবাল সুপার লিগ শেষে যুক্তরাষ্ট্রে চলে যান বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এরপর সেখানে খেলেছেন আরেকটি টি-টেন টুর্নামেন্ট। এখন ফাঁকা সময়ে নিউইয়র্কে অবস্থান করছেন সাকিব, নিয়মিত অনুশীলনও চালিয়ে যাচ্ছেন। ক্যারিবীয় প্রিমিয়অর লিগকে (সিপিএল) সামনে রেখেই নিজের ফিটনেস-স্কিল নিয়ে বেশি মনোযোগ তার।

সম্প্রতি আমেরিকার নিউইয়র্কে গিয়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ নিহাদ-উজ-জামান। সেখানে সাকিবের সঙ্গে দেখা করেছেন তিনি, কথা বলেছেন ক্রিকেট নিয়ে। পরে সেই অভিজ্ঞতার কথা মুঠোফোনে ঢাকা পোস্টকে জানিয়েছেন।

নিহাদুজ্জামান বলেন, ‘সাকিব ভাই ফিটনেস নিয়ে অনেক সিরিয়াস। রানিং করেন নিয়মিত, নিজের ফিটনেস বা স্কিল নিয়ে অনেক কাজ করছেন। যতটুকু মনে হলো উনি সবসময় বর্তমান নিয়ে ভাবছেন আরকি। ছবিতে দেখছেন হয়তো উনি অনেক শুকিয়ে গেছে। কতদিন খেলা চালিয়ে যেতে চান এগুলো নিয়ে অবশ্য কোনো কথা হয়নি।’

তিনি আরও বলেন, ‘মূলত ফিটনেস নিয়ে কথাবার্তা হয়েছে, এখন নিউইয়র্কে আছেন সাকিব ভাই। এরপর তিনি ইংল্যান্ডে একটা ফিটনেস ট্রেনিং করবেন। বাকি যে ৪-৫ দিন নিউইয়র্কে থাকবেন উনার সঙ্গে প্র্যাকটিস করার চিন্তা আছে। সুযোগ হলে পাঁচটা সেশন করা যায় কি না দেখি। উনার সঙ্গে প্র্যাকটিস করলে অনেক কিছু শিখতে পারব, যা পরবর্তীতে কাজে লাগবে।’

প্রসঙ্গত, ২৬ বছর বয়সী নিহাদুজ্জামান বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার। এখন পর্যন্ত ২৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি, যেখানে তার শিকার ৫৩ উইকেট। এ ছাড়া ৬৬ লিস্ট এ শ্রেণির ম্যাচে ৮১ এবং ৪৬ ঘরোয়া টি-টোয়েন্টিতে ৩২ উইকেট নিয়েছেন।

এসএইচ/এএইচএস