ইংল্যান্ড থেকে লেভেল-২ কোচিং করার কারণ জানালেন আকবর
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেবার ফাইনালে ভারতকে হারিয়ে দেশকে প্রথম বৈশ্বিক শিরোপা এনে দিয়েছিল টাইগার যুবারা। দলটির অধিনায়কের দায়িত্বে ছিলেন আকবর আলি। সেই আসরে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
যুব বিশ্বকাপ দিয়ে লাইম লাইটে আসা আকবর এখনো জাতীয় দলে খেলার সুযোগ পাননি। তবে এইচপি কিংবা এ দলের হয়ে খেলছেন আকবর।
বিজ্ঞাপন
ঘরোয়া লিগ গুলোতে দাপটের সঙ্গে খেলার পাশাপাশি সস্প্রতি ইংল্যান্ড থেকে লেভেল-২ কোচিং সম্পন্ন করেছেন আকবর। আজ শনিবার এ খবর তিনি নিজেই নিশ্চিত করেছেন।
I always wanted to do this at very young age . Because I believe it can help me grow as a PLAYER and also as a human being. I appreciate the support from BCB and ECB to complete this course .
Posted by Akbar Ali on Saturday, August 16, 2025বিজ্ঞাপন
ক্রিকেটার হিসেবে নিজেকে আরো সমৃদ্ধ করতেই এই কোর্স করেছেন আকবর। মূ্লত ছোট বেলা থেকেই কোচিং কোর্স করার ইচ্ছে ছিল তার। কারণ তিনি বিশ্বাস করতেন এটা খেলোয়াড় হিসেবে বড় হতে সাহায্য করে।
এই কোর্স করার সুযোগ করে দেয়ার জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ দিয়েছেন আকবর।
এসএইচ/এইচজেএস