আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। তবে চালিয়ে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেট, অবশ্য সেখানেও অসুস্থতার কারণে অনেকদিন ধরেই খেলতে পারছেন না। তবে ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন কাজে এখনো সরব তামিম।

বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক দেখতে আজ মঙ্গলবার তামিম যান ফিজিকালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের ইনডোরে। তামিমের মতে তাদের (ফিজিকালি চ্যালেঞ্জড ক্রিকেটার) জন্য বিসিবির আরো বেশি বিনিয়োগ করা উচিত। 

তিনি বলেন, ‘আমরা ক্রিকেটে বা ক্রিকেট বোর্ড নিয়ে অনেক কথা বলি। আমার কাছে মনে হয় তাদের এখানেও অনেক বেশি বিনিয়োগ করা উচিত। কারণ, আপনি যদি চিন্তা করেন, কী চাওয়া তাদের? কোনো কিছুই না। পরিবার বলেন বা তাদের চাওয়া-পাওয়া একটাই, সেটা হলো ক্রিকেটকে বেশি ভালোবাসে তারা।’ 

দেশের ক্রিকেটের উন্নতিতে যেকোনো সময় তামিমকে ডাকলেই পাওয়া যাবে বলে জানিয়েছেন, ‘আপনারা সবাই ভালো। আমি সব সময় একটা কথা বলি যে ক্রিকেটের জন্য, ক্রিকেটারদের জন্য যখনই আমার কোনো ধরনের সাহায্যের কথা বলেন বা কোনোভাবে যদি অবদান রাখতে পারি, আপনারা সব সময় আমাকে পাবেন।’

তামিমের মতে সব সময় নিজেদের জায়গা থেকে সেরাটা দিতে হবে, ‘অনেক উদাহরণ আছে। বাংলাদেশে যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, অনূর্ধ্ব-১৯ থেকে বাদ পড়েছেন। অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৫ থেকে বাদ পড়েছেন। বয়স ভিত্তিক ক্রিকেট খেলেননি। কিন্তু জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। জাতীয় দলে খেলে একটা ম্যাচ পর বাদ পড়েছেন। তিন বছর পর ফিরে ১০ বছর খেলেছেন। তাই একটা জিনিস আপনাদের বলব, যা-ই হোক, আপনারা সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। যদি ভালো না হয়, কোনো সমস্যা নেই। সব সময় আপনারা সুযোগ পাবেন। ঠিক আছে।’ 

এসএইচ/এইচজেএস