২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। ফাইনালে ভারতের বিপক্ষে বল হাতে ৩ উইকেট নিলেও অলরাউন্ডার অভিষেক দাস অরণ্য পার্শ্বনায়ক–ই থেকে যান। দীর্ঘ সময়ের চোটে পড়ে এর পরের গল্পটা কেবলই হতাশা, মন খারাপ আর আক্ষেপের। সেই আক্ষেপ মিটিয়ে তিনি চলতি সেপ্টেম্বরেই মাঠে ফিরতে যাচ্ছেন।

গতকাল ফিটনেস টেস্টেও মাঠে ফেরার তীব্র ইচ্ছার ছাপ রেখেছেন অভিষেক। ১৬০০ মিটার দৌড়েছেন ৬ মিনিট ১ সেকেন্ডে, যা সেই ট্র্যাকে সবার চেয়ে এগিয়ে। সেই পরীক্ষায় পাস করায় আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে খেলতে আর বাধা থাকছে না অভিষেকের সামনে। নিজ বিভাগ খুলনার হয়েই খেলবেন এই পেস বোলিং অলরাউন্ডার। 

খুলনা দলের একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, বেশ ভালোভাবেই ১৫ সদস্যের দলে থাকার দৌড়ে এগিয়ে আছেন অভিষেক। তবে কয়টি ম্যাচ খেলবেন সেটা নিয়ে এখনই বিস্তারিত জানা যায়নি। দুই বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে অভিষেকের।

এদিকে, আরেক পেস বোলার আশিকুজ্জামানের জন্য দুঃসংবাদই এসেছে। আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার। কেননা ইনজুরির অবস্থা এখনও সেরে উঠেনি। যে কারণে ফিটনেস পরীক্ষাও দেননি সাতক্ষীরার এই পেসার। 

এসএইচ/এএইচএস