এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর শুরু হবে আগামী রোববার (১৪ সেপ্টেম্বর)। তার আগে আজ বৃহস্পতিবার সিলেট ও বরিশাল বিভাগ স্কোয়াড ঘোষণা করেছে। জাতীয় দলে খেলা একাধিক ক্রিকেটারদের নিয়ে গঠিত হয়েছে সিলেটের স্কোয়াড। অপরদিকে বরিশালের স্কোয়াডে জাতীয় দলের ক্রিকেটার খুব একটা নেই।

বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়েই সিলেটের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলটিকে নেতৃত্ব দিবেন জাকির হাসান। এছাড়া এবাদত হোসেন, খালেদ আহমেদের মতো জাতীয় দলের খেলা ক্রিকেটাররা আছেন সিলেটে। এশিয়া কাপ খেলতে যাওয়া নাসুম, তানজিম সাকিব ও জাকের আলিকে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে। 

অন্যদিকে বরিশাল দলে আছেন স্পিনার তানভীর ইসলাম। একসময়ের জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য সোহাগ গাজীও আছেন। এছাড়া আর কোনো বড় নাম নেই দলটিতে। কোচ হিসেবে রয়েছেন মোহাম্মদ আশরাফুল।

সিলেট স্কোয়াড-

জাকির হাসান (অধিনায়ক), মিজানুর রহমান সায়েম, অমিত হাসান, মুশফিকুর রহিম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন চৌধুরী, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, আসাদউল্লা আল গালিব, মুবিন আহমেদ দিশান, রাহাতুল ফেরদৌস জাভেদ, নাবিল সামাদ, নাইম হোসেন সাকিব, শাহানুর রহমান।

স্ট্যান্ডবাই তালিকা-

তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, তৌফিক খান তুষার, মাজহারুল ইসলাম মাজেদ, আশরাফুল হাসান রিহাদ, ওয়াসিফ আকবর, মহিউদ্দিন তারেক।

বরিশাল স্কোয়াড-

ইফতিখার হোসেন ইফতি, রাফসান আল মাহমুদ, জাহিদুজ্জামান খান সাগর, ফজলে মাহমুদ রাব্বি, মঈন খান, শামসুল ইসলাম অনিক, সোহাগ গাজী, শেখ অন্তর, তানভীর ইসলাম, ইয়াসিন আরাফাত মিশু, জিহাদুল হক জিহাদ, রুয়েল মিয়া, মোহাম্মদ মইনুল ইসলাম, মেহেদী হাসান।

স্ট্যান্ডবাই তালিকা-

সাইফুল ইসলাম মহিন, ইসামুল আহসান আবির, মোহাম্মদ মানিক, হাফিজুর রহমান।

এসএইচ/এএল