‘হানিমুন পিরিয়ড শেষ’, স্বীকার করলেন হৃদয়
চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে নিজের কার্যকর ব্যাটিং দেখাতে পারছেন না তাওহীদ হৃদয়। বিশেষ করে ফরম্যাটটিতে তার স্ট্রাইকরেট নিয়ে ক্রীড়াঙ্গনে বেশ সমালোচনা রয়েছে। গতকাল (বৃহস্পতিবার) এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দল জিতলেও ধীরগতির ব্যাটিংয়ে ফের আলোচনায় হৃদয়। ৩৬ বলে খেলেছেন ৩৫ রানের ইনিংস।
হংকংয়ের বিপক্ষে দ্রুত লক্ষ্য তাড়া করতে পারলে রানরেট এগিয়ে নিতে পারত বাংলাদেশ। স্ট্রাইকরেট নিয়ে তাই ফের কথা উঠেছে হৃদয়ের সামনে। নিজের ‘হানিমুন পিরিয়ড’ শেষ কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘জ্বী, আমার হানিমুন পিরিয়ড শেষ, আপনি যেটা বললেন। আমিও চেষ্টা করছি। যেহেতু হানিমুন পিরিয়ড শেষ হয়েছে এজন্য আমিও অনুশীলনে যাচ্ছি, চেষ্টা করছি। হয়তো হচ্ছে না। আপনি যদি দেখেন বিশ্বের কোনো খেলোয়াড়ই একই গ্রাফে যেতে পারে না। আমি হয়তো কয়েকটা ম্যাচে ধুঁকেছি, ইনিংস বড় করতে পারছি না।’
বিজ্ঞাপন
তবে নিজের খারাপ সময় কাটিয়ে আবারও সংক্ষিপ্ত সংস্করণে পুরোনো ছন্দে ফেরার আশা হৃদয়ের, ‘টি-টোয়েন্টি খেলাটা এমন অনেক সময় ১৫-২০ রানও অনেক প্রভাব ফেলে। সবসময় ৫০ কিংবা ১০০ করতে হবে ব্যাপারটা এমন না। হ্যাঁ, আমি ধুঁকছি এবং চেষ্টা করছি। আমার হাতে যা আছে, আমার প্রক্রিয়া অনুযায়ী আমি চেষ্টা করতে পারি। আশা করছি এখান থেকে বেরিয়ে আসব ইনশাআল্লাহ।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুই-তিনটা বাউন্ডারি মারতে পারলেই চিত্রটা বদলে যাবে বলে বিশ্বাস ডানহাতি এই তরুণ ব্যাটারের, ‘উন্নতির জায়গা তো অনেক আছে। চেষ্টা করছি উন্নতি করার। আমি প্রতিদিন আমার হাতে যা আছে তা নিয়ে চেষ্টা করে যাচ্ছি। স্ট্রাগল করছি। বিশ্বের সব খেলোয়াড়ই কম-বেশি করে। আমিও করছি। হয়তো ইনিংসগুলো বড় করতে পারছি না। দুই-তিনটা ইনিংসে ৩০ রানে আউট হয়ে গিয়েছি। চেষ্টা করছি যে এখান থেকে শুধু আরেকটা ধাপ এগোতে। দুই-তিনটা বাউন্ডারি মারতে পারলে হয়তো খেলার চিত্রটা বদলে যাবে।’
গত বছর টি-টোয়েন্টিতে ২১টি ম্যাচ খেলেছেন হৃদয়। ১৩০.০৭ স্ট্রাইকরেট ও ৩০.৮১ গড়ে তিনি ৪৯৩ রান করেছেন। চলতি বছর আর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি এই ২৪ বছর বয়সী ব্যাটার। এখন পর্যন্ত ১৩ ইনিংসে ১০৮.৭৮ স্ট্রাইকরেট ও ২৩.৬৩ গড়ে ২৬০ রান এসেছে তার ব্যাটে।
এসএইচ/এএইচএস