রশিদ খানদের হারাতে কেমন হবে বাংলাদেশের একাদশ
আশার ফানুস চুপসে গিয়েছে বাংলাদেশ দলের। এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে নিজেদের সেরা খেলা উপহার দেয়ার কথায় বলেছিলেন লিটন দাস। তবে মুখের সেই কথা মুখেই থাকল। হংকংয়ের বিপক্ষে ম্যাচ জিতলেও দর্শকদের মন জয় করতে ব্যর্থ ছিল টাইগাররা।
এরপর শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হার, যে ম্যাচে সামান্যতম লড়াই করতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা। তিন বিভাগে ভরাডুবির পরে এশিয়া কাপের সুপার ফোরে খেলা সুতোর আগায় ঝুলছে লিটনদের। এমন অবস্থার মধ্যে আজ (১৬ সেপ্টেম্বর) মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।
বিজ্ঞাপন
আবুধাবির জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায়। এই ম্যাচ জিততে পারলে কিছুটা স্বপ্ন থাকবে সুপার ফোরের, হারলে ছিটকে পড়তে হবে টুর্নামেন্টের যাত্রা থেকে। হাই-ভোল্টেজ এই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে সেই বিষয়ে থাকছে বাড়তি নজর।
বিজ্ঞাপন
গেল ম্যাচেও ব্যর্থ ছিলেন তাওহীদ হ্রদয়, যে কারণে চার নম্বরে ফিরছেন সাইফ হাসান। এছাড়া শেখ মেহেদীর জায়গায় দেখা যেতে পারে নাসুম আহমেদকে। বিশ্রাম কাটিয়ে একাদশে ফেরার অপেক্ষায় তাসকিন আহমেদ, বাদ পড়তে পারেন শরিফুল ইসলাম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।
এসএইচ/এএল