পাইক্রফট কি আসলেই পাকিস্তানের কাছে ক্ষমা চেয়েছেন?
চলমান এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে উভয় দলের ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে জলঘোলা পরিস্থিতি যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। এমনকি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে হাত মেলাতে বারণ করারও অভিযোগ ছিল পাক ক্রিকেট বোর্ডের (পিসিবি)। যে কারণে গতকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে খেলা নিয়েও শঙ্কা ছিল। শেষ পর্যন্ত পিসিবি জানায়- ক্ষমা চেয়েছেন পাইক্রফট। এরপরই খেলা মাঠে গড়ায়।
আরব আমিরাতের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি জিতে সুপার ফোরে উঠেছে পাকিস্তান। ‘এ’ গ্রুপ থেকে তাদের আগে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে ভারত। এদিকে, আমিরাতের বিপক্ষে জয় পেলেও পাকিস্তানের জন্য লড়াইটা অবশ্য সহজ ছিল না। আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৬ রান তোলে সালমান আলি আগার দল। ওই পুঁজিও পেত না, যদি না শাহিন আফ্রিদি টেলএন্ডারে ১৪ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলতেন। লক্ষ্য তাড়ায় নেমে আমিরাত মাত্র ১০৫ রানে গুটিয়ে যাওয়ায় ৪১ রানের জয় পায় পাকিস্তান।
বিজ্ঞাপন
পাকিস্তান-আমিরাতের ম্যাচটি মাঠে গড়ায় নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা পরে। এর আগে পাইক্রফটকে না সরালে খেলবে না বলে মনস্থির করে পাকিস্তান। শেষ পর্যন্ত তিনি ক্ষমা চেয়েছেন দাবি করে সালমান-শাহিনরা মাঠে আসে। যদিও আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি পাইক্রফট আসলেই ক্ষমা চেয়েছেন কি না সেই প্রশ্ন উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক করার দাবি তুলেছে। এক সূত্র তাদের জানিয়েছেন, পাইক্রফট যেহেতু ভুল করেননি, ক্ষমা চাওয়ার প্রশ্নই উঠে না।
বিজ্ঞাপন
ম্যাচ রেফারির ক্ষমা চাওয়া প্রসঙ্গে এক বিবৃতিতে গতকাল রাতে পিসিবি জানিয়েছে, ‘আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট আমাদের পাকিস্তান দলের ম্যানেজার এবং অধিনায়কের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন। ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালে অধিনায়কদের হাত মেলানোয় বাধা হয়ে দাঁড়ান পাইক্রফট। যার বিরুদ্ধে পিসিবি শুরু থেকেই শক্তিশালী অবস্থান নেয়। ১৪ সেপ্টেম্বরের সেই ঘটনায় “ভুল বোঝাবুঝি” দাবি করে ক্ষমা চেয়েছেন পাইক্রফট। আইসিসিও কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের ঘটনায় তদন্তের আগ্রহ দেখিয়েছে।’
এ ছাড়া পিসিবি রেফারির ক্ষমা চাওয়ার প্রমাণ হিসেবে একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে পাকিস্তানের অধিনায়ক, টিম ম্যানেজারের সামনে বসে পাইক্রফটকে কথা বলতে দেখা যায়। তবে পাইক্রফট পাকিস্তান দলের কাছে ক্ষমা চাননি বলে আজ (বৃহস্পতিবার) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের টাইমস অব ইন্ডিয়া। এক উচ্চপদস্থ সূত্র গণমাধ্যমটিকে জানিয়েছেন, ‘এখানে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। বিশেষ করে এমন কারও কাছ থেকে যিনি কোনো ভুলই করেননি।’
আরও পড়ুন
ওই প্রতিবেদনে আরও বলা হয়, পিসিবি প্রকাশিত ভিডিওটি ‘মিউট’ (আওয়াজ বন্ধ) করা ছিল। কারও কোনো কথা কিংবা শব্দ শোনা যায়নি। আইসিসি নিশ্চিত করেছে যে, পাইক্রফট পুরোপুরি কোড অব কন্ডাক্ট অনুসরণ করেছেন। সেটা জানিয়ে পিসিবিকে বলা হয়, তাকে পূর্বনির্ধারিত দায়িত্ব থেকেও সরানো হচ্ছে না। আপাত দৃষ্টিতে স্থায়ী কোনো সমাধান ছাড়াই পাকিস্তান ও আরব আমিরাত ম্যাচে তিনি ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন।
এএইচএস