‘কীভাবে জিতছেন সেটা গুরুত্বপূর্ণ না, জয়টাই আসল’
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল। দুবাইতে আজ (শনিবার) প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন জানালেন সুপার ফোরে ভালো করবে তার উত্তরসূরীরা। বাংলাদেশের খেলার ধরন নিয়ে সমালোচনা নয়, জয়টাই গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
গণমাধ্যমকে বাশার বলেন, ‘সত্যি বলতে এই রাউন্ড থেকে বাংলাদেশ কোয়ালিফাই করবে কি না, এ নিয়ে আমাদের মনে অনেক সংশয় ছিল। সেখান থেকে বাংলাদেশ কোয়ালিফাই করেছে, ভালোভাবেই করেছে। সুপার ফোরে কী হবে, সেটা দেখা যাবে। আমাদের আত্মবিশ্বাস থাকা উচিত যে, সুপার ফোরে বাংলাদেশ ভালো করবে। কেননা যে দলগুলোর সঙ্গে খেলবে এমন না যে তাদের বিপক্ষে বাংলাদেশ আগে কখনও জেতেনি। জিতেছে, ভালোভাবেই জিতেছে।’
বিজ্ঞাপন
বাশারের মতে, নির্দিষ্ট কোনো ব্র্যান্ডে চোখ না রেখে জয়ের প্রত্যাশায় থাক, ‘আমরা কি ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই নাকি জিততে চাই? যখন আমরা টুর্নামেন্ট খেলতে যাই, তখন কিন্তু মূল লক্ষ্যটা থাকে ওই টুর্নামেন্টে জেতা। অবশ্যই প্রথমে পরের রাউন্ডে কোয়ালিফাই করা। তার পরবর্তীতে ক্রমান্বয়ে সেমিফাইনাল-ফাইনাল। যখন একটা টুর্নামেন্ট খেলতে যাই, তখন ব্র্যান্ডের ক্রিকেট খেলার চেয়ে জয়টা মূল ব্যাপার হয়ে দাঁড়ায়।’
যেকোনো উপায়ে জয়–ই গুরুত্বপূর্ণ বলেও মনে করেন সাবেক এই অধিনায়ক ও নির্বাচক, ‘আমাদের অবশ্যই ব্র্যান্ডের ক্রিকেট খেলার প্ল্যান আছে, কোনো একটা টুর্নামেন্টে যে সে ব্র্যান্ডের ক্রিকেট খেলার চেষ্টা করবে– এটা গুরুত্বপূর্ণ না। আমার মনে হয় টুর্নামেন্টে খুব গুরুত্বপূর্ণ যে আপনি কী-কখন-কীভাবে জিতছেন। কীভাবে জিতছেন সেটা গুরুত্বপূর্ণ না, জয়টাই আসল কথা।’
বিজ্ঞাপন
এর আগে আফগানিস্তানের বিপক্ষে চারজন বোলার নিয়ে খেলেছিল বাংলাদেশ। যা সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে কোনোভাবেই করা যাবে না বলে মনে করিয়ে দিয়েছেন বাশার, ‘সবাই চায় পাঁচটা বোলার নিতে। টি-টোয়েন্টি ফরম্যাটে তো পাঁচজন বোলার খুব গুরুত্বপূর্ণ। আমাদের আগের ম্যাচে (চার বোলার) কাজে লেগেছে। কিন্তু এটা ঝুঁকিপূর্ণ। টিম ম্যানেজমেন্টই ভালো বলতে পারবেন আসলে উনারা কী করবেন না করবেন।’
আরও পড়ুন
এই মুহূর্তে দলকে রানরেট নিয়েও ভাবতে নিষেধ করেছেন বাশার, ‘আমাদের এখন রান রেটটা মাথায় রাখার কোনো দরকার নেই। সুপার ফোরেও আমাদের জয় নিয়ে ভাবা উচিত। রানরেট কী হবে সেটা পরে দেখা যাবে। সেরকম পরিস্থিতি হলে অবশ্যই বাংলাদেশ সুযোগ নেবে। আমার মনে হয়, এখন সুপার ফোরে গিয়ে রান রেটের চিন্তা না করে আমরা কীভাবে ম্যাচগুলো জিতব, সেটা চিন্তা করলেই ভালো হবে।’
এসএইচ/এএইচএস