পাকিস্তানকে কটাক্ষ করে কী বললেন সূর্যকুমার?
এশিয়া কাপে পর পর দুই রোববার পাকিস্তানকে হারিয়েছে ভারত। মাঝের সময়ে কোনো মন্তব্য না করলেও গতকাল (২১ সেপ্টেম্বর) পাকিস্তানকে হারিয়ে আর চুপ থাকেননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানের কাটা ঘায়ে যেন এদিন নুনের ছিটা দেন তিনি। ম্যাচ শেষে ভারতের অধিনায়ক বলেন, ভারত বনাম পাকিস্তান এখন আর কোনও লড়াই-ই নয়।
এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে গত ১৪ সেপ্টেম্বর পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত। এরপর গতকাল সুপার ফোরের ম্যাচে ভারত জেতে ৬ উইকেটে। সূর্যকে সংবাদ সম্মেলনে এক পাকিস্তানি সাংবাদিক জিজ্ঞাসা করেন, এই ‘ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা’ নিয়ে তিনি কী বলবেন? এ সময় এখনকার ভারত-পাকিস্তান লড়াই নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করে দেন সূর্য।
বিজ্ঞাপন
ভারত অধিনায়ক বলেন, ‘এই প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলতে চাই। আমার মনে হয় আপনাদের সকলের ভারত-পাকিস্তান লড়াই নিয়ে এবার প্রশ্ন করা বন্ধ করা উচিত। আমার মতে, যদি দুটো দল ১৫-২০টা ম্যাচ খেলে এবং স্কোরলাইন ৭-৭, অথবা ৮-৭ হয়, তবেই সেটাকে ভাল ক্রিকেট বলা যায়। আমি সঠিক পরিসংখ্যান জানি না। কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোরলাইন ১৩-০, ১০-১ হয়, তাহলে এখন আর এটা কোনো লড়াই নয়।’
বিজ্ঞাপন
এমনিতেই সুপার ফোরের ম্যাচের আগে পাকিস্তানের নাম মুখে আনেননি সূর্যকুমার। ‘আরও একটা ম্যাচ’ হিসেবেই বারবার উল্লেখ করেছিলেন তিনি। এ অবস্থায় পাকিস্তানকে হারানোর পর সূর্যকুমার যা বললেন, তা নিয়ে আলোচনা-সমালোচনা আরও বাড়বে। এর আগে আর কোনো অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে খোলাখুলি এরকম মন্তব্য করেননি।
ক্রিকেটে গত ১৫ বছর ধরে পাকিস্তানের উপর আধিপত্য বিস্তার করেছে ভারত। এ সময় হওয়া ৩১টি ম্যাচের মধ্যে ২৩টিতেই জিতেছে টিম ইন্ডিয়া। সার্বিক পরিসংখ্যানের বিচারে অবশ্য এখনও এগিয়ে পাকিস্তান। দুই দলের ২১০টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে পাকিস্তান ৮৮টি জিতেছে, ভারত জিতেছে ৭৮টি।
টেস্টে ৫৯টি ম্যাচে পাকিস্তান জিতেছে ১২টি, ভারত ৯টি, ৩৮টি ম্যাচ ড্র হয়েছে। ওয়ানডে ফরম্যাটে ভারত এগিয়ে। তারা জিতেছে ৫৮টি, পাকিস্তান ৪৩টি। অন্যদিকে টি-টোয়েন্টিতে ভারত ১৫টি ম্যাচের মধ্যে ১১টিতে জিতেছে, পাকিস্তান জিতেছে মাত্র ৩টি ম্যাচ।
এএল