ফাইনালের দৌড়ে টিকে থাকতে পাকিস্তানের সামনে যে সমীকরণ
দুর্দান্ত জয়ে সুপার ফোর পর্ব শুরু করেছে বাংলাদেশ ও ভারত। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে হারলেও এখনো সুযোগ আছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের। তবে এ দুই দলের জন্য প্রতিটি ম্যাচ এখন বাঁচা-মরার। চলুন দেখে নেওয়া যাক কার সামনে কী সমীকরণ।
ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ নিয়ে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে এই দু’দল। আজকের ম্যাচের জয়ী দল ফাইনালের দৌড়ে টিকে থাকবে। আর হেরে যাওয়া দলের ফাইনালে খেলার আশা আরও কঠিন হয়ে যাবে। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
বিজ্ঞাপন
গত রোববার ভারতের কাছে হেরে জটিল সমীকরণে পড়েছে পাকিস্তান। সরাসরি ফাইনালে উঠতে হলে সালমান আলি আগার দলকে শ্রীলঙ্কা এবং নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে। সেই সঙ্গে আশা করতে হবে ভারত যেন বাংলাদেশের বিপক্ষেও জয় পায়।
বিজ্ঞাপন
তবে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেলে পাকিস্তানের ফাইনালে খেলার আশা অনেকটাই শেষ হয়ে যেতে পারে। যদিও কাগজে-কলমে আশা থাকবে। সে ক্ষেত্রে তাদের ভরসা করতে হবে অন্য ম্যাচের ফলাফলের ওপর। তখন ভারতকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ—দু’দলকেই হারাতে হবে। একই সঙ্গে পাকিস্তানকে বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে হবে, যাতে রানরেটে এগিয়ে থেকে ফাইনালে ওঠার সুযোগ তৈরি হয়।
শ্রীলঙ্কার জন্যও আজকের ম্যাচটি অনেক বড় সুযোগ। পাকিস্তানকে হারাতে পারলে তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা বাড়বে। তবে শেষ পর্যন্ত তাকিয়ে থাকতে হবে ভারতের বাকি ম্যাচগুলোর ফলাফলের দিকে।
এদিকে, বাংলাদেশ সুপার ফোর শুরু করেছে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের দারুণ জয়ে। ফলে ফাইনালের দৌড়ে বেশ ভালোভাবে টিকে আছে টিম টাইগার্স। আগামীকাল (বুধবার) ভারতের বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশের জন্য বড় পরীক্ষা। জয় পেলে ফাইনালের দরজা খুলে যেতে পারে টাইগারদের জন্য। হারলেও সুযোগ থাকবে। পরদিন বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হবে লিটন দাসরা।
মঙ্গলবারের পাকিস্তান–শ্রীলঙ্কা ম্যাচটি অনেকটা নির্ধারণ করে দেবে, কোন দল এগিয়ে যাবে এশিয়া কাপের ফাইনালের পথে।
এফআই