এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। দুবাইয়ে হতে যাওয়া এই ফাইনালে মাঠে নামার আগে কাগজে-কলমে এগিয়ে ভারত। তবে তাই বলে পাকিস্তানকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। দুই দল ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে শেষবার ফাইনালে খেলেছিল। যেখানে শেষ হাসি হেসেছিল পাকিস্তানই। 

চলতি আসরে পাকিস্তান দুটি ম্যাচ হেরেছে। দুটিই ভারতের কাছে। তৃতীয় দেখায় প্রতিশোধ নিতে পারবে সালমান আলী আঘার দল? এছাড়া টুর্নামেন্টজুড়ে ছন্দে না থাকলেও ফাইনালে পাকিস্তানের জ্বলে ওঠার দৃষ্টান্ত তো ১৯৯২ বিশ্বকাপ আর ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আছেই। এ অবস্থায় আজ (২৮ সেপ্টেম্বর) পাকিস্তান কোন একাদশে নামবে সেটা নিয়ে আগ্রহ আছে ক্রিকেটভক্তদের।

ফাইনালে পাকিস্তানের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। অর্থাৎ, বাংলাদেশের বিপক্ষে যে একাদশ পাকিস্তান খেলিয়েছে, সেই একই দল খেলতে পারে ভারতের বিপক্ষেও। ফলে ওপেনিংয়ে সাহিবজাদা ফারহানের সঙ্গে খেলবেন ফখর জামান, এটা মোটামুটি নিশ্চিত। তিনে খেলতে পারেন সাইম আইয়ুব। চলতি এশিয়া কাপে ৬ ম্যাচে ৪ ডাকসহ মাত্র ২৩ রান করলে আরেকটা সুযোগ পেতে পারেন এই বাঁহাতি।

অবশ্য নতুন বলে সাইমের স্পিনটাও এর পেছনের কারণ। তিনি ছাড়া সেই অর্থে পাকিস্তানের হাতে বিকল্পও নেই। এই তিনজন ছাড়া পাকিস্তানের কোথায় কে ব্যাটিং করবে, সেটা ঠিক নেই। যদি দলটি দ্রুত উইকেট হারায় তখন চারে আসতে পারেন অধিনায়ক সালমান। অন্যথায় হুসেইন তালাত বা মোহাম্মদ হারিসদের দেখা যেতে পারে।

পাকিস্তানের বোলিং লাইনআপকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। তার সঙ্গে আছেন হারিস রউফ। এছাড়া আছেন স্পিনার আবরার আহমেদও। এই এশিয়া কাপে ৫.০২ ইকোনমি রেটে বল করছেন তিনি। যা কমপক্ষে আট ওভার করা কোনো বোলারের মাঝে সর্বনিম্ন। তাকে স্পিনে সঙ্গ দেবেন সাইম ও নেওয়াজ। আর পেস বোলিংয়ে আফ্রিদি, রউফকে সহযোগিতা করবেন ফাহিম ও তালাত।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সালমান আঘা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

এএল