তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে নিশ্চিত জয়ের জায়গা থেকে একপর্যায়ে পরাজয়ের মুখে পড়েছিল টাইগাররা। পরে যদিও কোনো বিপর্যয় হয়নি আর। রিশাদ-সোহানের ব্যাটে ভর করে ৪ উইকেটের জয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। 

টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে টাইগাররা। এশিয়া কাপের পর দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচেও আফগানদের হারাল বাংলাদেশ। ব্যাট হাতে টাইগারদের জয়ের নায়ক তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন।

দেড় শতাধিক রানের লক্ষ্যে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন এই দুই ওপেনার। মাত্র ১১.৪ ওভারেই ১০৯ রান তুলেছেন তারা। টি-টোয়েন্টিতে এই জুটির এটা দ্বিতীয় শতাধিক জুটি। তবে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার শতরানের জুটি গড়েছে বাংলাদেশ। যার পুরো কৃতিত্ব ইমন ও তামিমের।

২০১৪ সালের মার্চে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ইতোমধ্যে দুই দল ১৪ বার মুখোমুখি হলেও পার হয়েছে ৪২১৮ দিন। দীর্ঘ সময়ে রশিদ-নবীদের বিপক্ষে এবারই প্রথম ১০০ রানের জুটি পেয়েছে বাংলাদেশ। ওপেনিং তো বটে, আফগানদের বিপক্ষে যে কোনো জুটিতে এটাই এখন সর্বোচ্চ জুটি।

টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে সবচেয়ে বড় জুটি ছিল মাহমুদউল্লাহ-মুশফিকের। ২০১৮ সালে ৮৪ রানের সেই জুটির ম্যাচে এক রানে হেরেছিল বাংলাদেশ। ওপেনিংয়ে আফগানদের বিপক্ষে বড় জুটি গড়েছিলেন লিটন ও আফিফ। ২০২৩ সালে সিলেটে দুজন মিলে ওপেনিংয়ে ৬৭ রানের জুটি গড়েছিলেন।

এদিকে তামিম-ইমনের রেকর্ড গড়া জুটিতে সহজ জয়ের দিকেই এগোচ্ছিল বাংলাদেশ। শেষ দিকে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫১ বলে ৪৩ রান, হাতে সবকটি উইকেট। কিন্তু আচমকা ৯ রানের ব্যবধানে টপ-অর্ডারের ৬ ব্যাটারকে হারিয়ে সহজ ম্যাচ থেকে প্রায় ছিটকে যাচ্ছিল টাইগাররা। শেষদিকে সোহান ও রিশাদের ১৮ বলে ৩৫ রানের জুটিতে ৪ উইকেটের জয় পায় জাকের আলীর দল।

এফআই