এনসিএল শুরুর দুই দিনেই অসুস্থ একাধিক ক্রিকেটার
এনসিএল টি-টোয়েন্টির আসর এবার বেশ আগেই শেষ হয়ে গেছে। সবগুলো ম্যাচ আবারো সিলেটে অনুষ্ঠিত হয়েছে। যেখানে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষে এবার লাল বলের এনসিএলে মাঠে নেমেছেন ৮ দলের ক্রিকেটাররা।
যে দেশের ঘরোয়া টুর্নামেন্ট যত সক্রিয় সে দেশের ক্রিকেটের ভিত তত মজবুত বলে ধারণা করা যায়। মূলত ঘরোয়া খেলার মধ্যে দিয়ে পাইপলাইনের ক্রিকেটাররা উঠে আসে। বাংলাদেশে জাতীয় ক্রিকেট লিগও (এনসিএল) সেক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এনসিএলের ২৭ তম আসর।
বিজ্ঞাপন
উদ্বোধনী দিন এবং আজকে দুই দিনে বেশ কয়েকজন ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুন, বরিশালের ক্রিকেটার ফজলে মাহমুদ রাব্বি, ঢাকা বিভাগের ক্রিকেটার জিসান আলম গতকালই অসুস্থ হয়ে পড়েছিলেন। যদিও রাব্বি, জিসানরা আজ মাঠে ফিরেছেন।
আজ রোববার সিলেটে ব্যাটিং করার সময় চোট পান সৈকত আলি। পরে তাকে নেয়া হয় হাসপাতালে। তবে রাতেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে, আগের থেকে বেশ ভালো রয়েছেন তিনি। ক্রিকেটাররা অনেক দিন চার দিনের ক্রিকেটের বাইরে ছিলেন যে কারণে মানিয়ে নিতে সময় লাগছে।
বিজ্ঞাপন
এসএইচ/এইচজেএস