প্রথম বিভাগ ক্রিকেট
প্রথম দিনে দলবদল করলেন ৪৭ ক্রিকেটার
বিসিবি নির্বাচনের পর বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট কিছুটা শঙ্কার মধ্যে পড়ে গিয়েছিল। কেননা বিসিবির নির্বাচন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জানিয়ে ঘরোয়া লিগ বর্জনের ঘোষণা দিয়েছিল ঢাকার ক্লাব ক্রিকেটের বড় একটি অংশ। তাই বিভিন্ন বিভাগের লিগ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। গত মাসে দূর হয়েছে সেই শঙ্কা, সব অনিশ্চয়তা কেটে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেট।
চলতি মাসে (নভেম্বর) শুরু হবে ঢাকার ক্লাব ক্রিকেটের নতুন মৌসুম। প্রথম বিভাগ ক্রিকেট লিগ দিয়ে এবারের মৌসুম হচ্ছে বলে আগেই জানিয়েছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। আজ (বুধবার) মিরপুরে ছিল প্রথম বিভাগ ক্রিকেটের দলবদলের প্রথম দিন। যেখানে পুরো দিনে ৪৭ জন ক্রিকেটার দলবদল করেছেন।
বিজ্ঞাপন
এ ছাড়া আগামীকাল সারাদিনও দলবদলের কার্যক্রম চলবে। বিসিবির নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল লিগ মাঠে নামানো। যে কাজটা বেশ ভালোভাবে এগিয়ে নিয়ে চলেছেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন। আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ।
এসএইচ/এএইচএস
বিজ্ঞাপন