আগামী ১৩ নভেম্বর বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ। ওই ম্যাচের টিকিট গতকাল দুপুর ২টা থেকে বিক্রি শুরু হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৬ ঘণ্টা পেরিয়ে গেলেও সিংহভাগ টিকিট অবিক্রিত রয়ে গেছে। 

বাংলাদেশে আন্তর্জাতিক ম্যাচের টিকিট দেখভাল করে বাফুফের কম্পিটিশন কমিটি। সেই কমিটির চেয়ারম্যান বাফুফে নির্বাহী সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস বলেন, ‘এখন পর্যন্ত জেনেছি ৪-৫ হাজারের মতো টিকিট বিক্রি হয়েছে। এখনো ম্যাচের এক সপ্তাহ বাকি। আশা করি ফুটবলপ্রেমীরা টিকিট সংগ্রহ করবে।’

৯ অক্টোবর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-হংকংয়ের বিপক্ষে খেলেছিল। সেই ম্যাচের জন্য টিকিট ছাড়ার আধ ঘণ্টার মধ্যেই সব টিকিট বিক্রির ঘোষণা দিয়েছিল বাফুফে। বাংলাদেশ-নেপাল ম্যাচে সম্পূর্ণ বিপরীত চিত্র। এক দিন পেরিয়ে যাওয়ার পর হাতেগোনা টিকিট বিক্রি হয়েছে। এই বৈপরীত্য নিয়ে গাউস বলেন, ‘সেটি ছিল এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। প্রীতি ম্যাচ হওয়ায় হয়তো দর্শকরা একটু সময় নিচ্ছেন।’

বাংলাদেশের ফুটবলে পুরোনো দিনের মতো উন্মাদনা মূলত ফিরেছে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর জন্যই। তাই হামজা ঢাকায় আসার পরই টিকিটের চাহিদা বাড়বে বহুগুণে এমনটাই মন্তব্য বাফুফে কম্পিটিশন কমিটির চেয়ারম্যানের,‘অনেক সমর্থক হয়তো হামজার আগমনের অপেক্ষায় রয়েছেন। হামজা ১০ নভেম্বর ঢাকায় আসলে ভারতের পাশাপাশি নেপাল ম্যাচের টিকিটও বিক্রি হয়ে যাবে আশা করি। ৯ নভেম্বর থেকে ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে।’

হামজা বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পাওয়ার পরই দর্শকদের উন্মাদনা বেড়ে যায় বহুগুণে। ২৫ মার্চ বাংলাদেশের জার্সিতে হামজা প্রথম ম্যাচ খেলেন ভারতের শিলংয়ে। হামজার বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল ৪ জুন ভুটানের বিপক্ষে। সেই ম্যাচের টিকিট বিক্রির আগেই বাফুফে ১০ জুন সিঙ্গাপুর ম্যাচের টিকিট ছেড়েছিল।

ওই ম্যাচের টিকিটের জন্য ছিল অসম্ভব হাহাকার। বাফুফে টিকিটিং পার্টনার টিকিফাইয়ের বদলে কুইকেটের ওপর আস্থা রাখে অক্টোবর উইন্ডোতে। ঐ উইন্ডোতে তেমন টিকিটের চাপ দেখা যায়নি। এরপরও বাফুফে কর্তারা টিকিট ছাড়ার আধ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ টিকিটি বিক্রিত বলে ঘোষণা দেন। নেপাল ম্যাচে হামজা-সামিত খেলার কথা এরপরও সেই ম্যাচের টিকিট বিক্রি এখন পর্যন্ত মাত্র ৫ হাজার।

এজেড/