অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের আকাশে আজ যেন জাদু ছড়িয়েছে।

অস্ট্রেলিয়া বনাম ভারতের ম্যাচ চলছিল পূর্ণোদ্যমে। মাঠে উত্তেজনা, গ্যালারিতে তুমুল উল্লাস। আর ঠিক তখনই, আকাশে উঠল বিশাল এক রক্তাভ পূর্ণচাঁদ।

দর্শকদের চোখ এক মুহূর্তে মাঠ থেকে চলে গেল আকাশে।

বাতাসে যেন থমকে গেল সময়। ফ্লাডলাইটের আলোয় ঝলমলে মাঠ, আর পেছনে সেই জ্বলজ্বলে চাঁদ- এমন দৃশ্য যেন বাস্তব নয়, কোনো সিনেমার পর্দা।

ছবিটি তুলেছেন ফটোগ্রাফার ম্যাট রবার্টস।

তার ক্যামেরায় ধরা সেই মুহূর্ত এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ছবির নিচে তিনি লিখেছেন- ‘গোল্ড কোস্ট থেকে একটি ছোট উপহার’

সত্যিই, প্রকৃতির দেওয়া এমন উপহার জীবনে একবারই দেখা মেলে।

মাঠে তখন খেলোয়াড়দের লড়াই চলছে। কেউ ব্যাট হাতে, কেউ বল নিয়ে ছুটছেন উইকেটের দিকে। কিন্তু মাঝে মাঝে তারাও তাকাচ্ছেন আকাশের দিকে—চুপচাপ, বিস্ময়ে ভরা চোখে।

দর্শকসারিতে কেউ মোবাইল তুলে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ আবার শুধু চুপচাপ তাকিয়ে আছেন সেই অপূর্ব দৃশ্যের দিকে।

রাতের আকাশে চাঁদের লালচে আভা, চারদিকে উজ্জ্বল আলো, আর তাতে ভেসে থাকা এক ক্রিকেট স্টেডিয়াম—এমন দৃশ্য যেন সময়ের ফ্রেমে আটকানো এক শিল্পকর্ম।

গোল্ড কোস্ট স্টেডিয়াম সব সময়ই তার সুন্দর পরিবেশের জন্য বিখ্যাত। তবে আজকের রাতটা ছিল অন্যরকম।

এখানে ক্রিকেটের উত্তেজনা যেমন ছিল, তেমনি ছিল প্রকৃতির মায়াবী স্পর্শ।

দর্শকরা বলছেন, এমন মুহূর্ত ভুলে থাকা সম্ভব নয়। কেউ লিখেছেন, ‘চাঁদের নিচে ক্রিকেট দেখা- এ যেন জীবনের এক আনন্দময় স্মৃতি।’

চাঁদ, আলো আর ক্রিকেট- তিনের মেলবন্ধনে আজকের গোল্ড কোস্টের রাত হয়ে উঠেছে এক স্বপ্নের মতো সুন্দর।

ছবি: ম্যাট রবার্টস