শচীন টেন্ডুলকার ও স্টিভ ওয়াহ

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে সর্বাধিক রানের (৩৪৩৫৭) বিশ্বরেকর্ডটা ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দখলে। এ ছাড়া একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারে তার ১০০টি সেঞ্চুরি আছে। শচীনকে সর্বকালের ইতিহাসে সেরা ব্যাটার বলেও বিবেচনা করা হয়। ওয়ানডেতে সর্বোচ্চ রানও (১৮৪২৬) সাবেক এই ভারতীয় তারকার, তবে শচীনকে ইতিহাসের সেরা বলে মনে করেন না অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ ওয়াহ।

শচীনের সর্বোচ্চ সেঞ্চুরি ও রানের রেকর্ড তারই উত্তরসূরী বিরাট কোহলি ভেঙে দিতে পারেন বলে এক সময় ক্রিকেট বিশ্লেষকরা ধারণা করেছিলেন। কিন্তু সেটি এখন প্রায় অসম্ভবের পর্যায়ে। ইতোমধ্যে টি-টোয়েন্টি এবং টেস্টকে বিদায় বলে দিয়েছেন কোহলি। সামনে শুধু ওয়ানডে ফরম্যাটের দরজা খোলা। কেবল এই ফরম্যাটটি বিবেচনা করলেও কোহলির চেয়ে ৪ হাজারের বেশি রানে শচীন এগিয়ে আছেন। কোহলি অবশ্য ওয়ানডেতে সেঞ্চুরির (৫১) রেকর্ডে ছাড়িয়ে গেছেন পূর্বসূরীকে। শচীন করেছিলেন ৪৯ সেঞ্চুরি।

কোন ফরম্যাটে কে সেরা– এই বিতর্ক হয়তো ক্রিকেট বিশ্বকে যাত্রার শেষ অবধি চালিয়ে যেতে হবে। ওয়ানডে ব্যাটারদের নিরিখে কোহলিকেই সেরা মানতে চান স্টিভ ওয়াহ। বিশ্বকাপজয়ী এই অজি অধিনায়ক বলেন, ‘কোহলি-রোহিত শর্মা উভয়েই সর্বকালের অন্যতম সেরা দুই খেলোয়াড়। সম্ভবত ওয়ানডের সেরা খেলোয়াড় কোহলি। সবাই তাদের খেলতে দেখতে চায়। যদি তারা এই গোল্ডকোস্টে (ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু) খেলত, মানুষ তাদের দেখে আনন্দ পেত। কিন্তু তাদের সব ম্যাচ খেলা সম্ভব নয়।’ 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। এখন দুই দল টি-টোয়েন্টি সিরিজে লড়ছে। পাঁচ ম্যাচ সিরিজে খেলা হয়েছে ৪টি (যদিও একটি বৃষ্টির কারণে পরিত্যক্ত)। যেখানে এখন পর্যন্ত ২-১ ব্যবধানে লিড সফরকারী ভারতের। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরই ফরম্যাটটিকে একসঙ্গে বিদায় বলে দেন রোহিত-কোহলি। ফলে তাদের অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি লড়াইয়ে খেলতে দেখা অসম্ভব।

গতকাল (বৃহস্পতিবার) ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ ম্যাচটি হয়েছে গোল্ডকোস্টে, যেখানে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট প্রায় নিয়মিত হয়। তবে মাত্র তৃতীয়বার ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ হলো গতকাল। ফলে এই ভেন্যুতে রোহিত-কোহলির জন্য দর্শকদের উন্মাদনা দেখা যেত বলেই মনে করেন স্টিভ ওয়াহ। ভারতীয় দুই ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেটের অসংখ্য রেকর্ড নিজেদের নামের পাশে বসিয়েছেন। বিশেষ করে অধিকাংশ অভিজাত রেকর্ড নিজের দখলে নিয়েছেন কোহলি।

ওয়াহ বলছেন, ‘যতদিন তারা (রোহিত-কোহলি) ভারতের হয়ে খেলছে, এটি অসাধারণ বিষয়। ভারত এখন আধুনিক ক্রিকেটে অভ্যস্ত, অনেক রোমাঞ্চকর তারকা খেলছে এই ফরম্যাটে। ক্রিকেট এখন অনেক বিবর্তিত, যেখানে সর্বকালের সেরা ক্রিকেটারদের খেলতে দেখা সবসময় দুর্দান্ত বিষয়। কোহলির মতো ক্রিকেটার প্রজন্মে একজন করে হয়, সুযোগ পেলেই আপনি তার খেলা দেখতে চাইবেন।’

এএইচএস