একদিনে কুয়েত, আমিরাত ও নেপালের কাছে হারল ভারত
হংকং সিক্সেস ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের জন্য তুলনামূলক বয়স্ক দল পাঠিয়েছিল ভারত। বিপরীতে অন্য দলগুলো এই সিক্স-এ-সাইড প্রতিযোগিতায় তরুণ স্কোয়াড নিয়ে খেলছে। যেন তারই ফল পাচ্ছে দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন ভারত। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও, আজ (শনিবার) তারা একই দিনে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও নেপালের মতো দলের কাছে হেরেছে।
দিনের প্রথম ম্যাচে মংককের মিশন রোড গ্রাউন্ডে কার্তিক-রবিন উথাপ্পারা প্রথমে কুয়েতের মুখোমুখি হয়। টস হেরে আগে ব্যাট করতে নেমে কুয়েতের শুরুটা ভালো হয়নি। ১২ রানে ২ উইকেট হারালেও, বিলাল তাহির ও অধিনায়ক ইয়াসিন প্যাটেলের ঝোড়ো ব্যাটিংয়ে ৬ ওভারে ১০৬ রানের বড় পুঁজি পেয়ে যায় তারা। বিলাল ৯ বলে ২৫ এবং ইয়াসিন ১৪ বলে ৫৮ রান করেন। ভারতের পক্ষে ২টি উইকেট নেন অভিমন্যু মিঠুন।
বিজ্ঞাপন
লক্ষ্য তাড়ায় নেমে ভারত প্রথম বলেই রবিন উথাপ্পার উইকেট হারায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতেই অলআউট হয় ৭৯ রানে। ২৭ রানে পরাজিত দলটির পক্ষে অভিমন্যু সর্বোচ্চ ২৬, শাহবাজ নাদিম ১৯ ও প্রিয়াঙ্ক পাচল ১৭ রান করেন। কুয়েতের হয়ে ৩ উইকেট শিকার করেন ইয়াসিন প্যাটেল।
অল্প সময়ের ব্যবধানে ভারত আবার আরব আমিরাতের বিপক্ষে নামে। যেখানে আগে ব্যাট করতে নেমে কার্তিকের দল নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তোলে। ভারতের হয়ে অভিমন্যু ১৬ বলে ৫০ এবং অধিনায়ক কার্তিক ১৪ বলে করেন ৪৬ রান। জবাবে খেলতে নেমে ১ বল এবং ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আমিরাত। দলটির হয়ে খালিদ শাহ ১৪ বলে ৫০, সাঘির খান ১১ বলে ৩১ ও মোহাম্মদ আরফান ২০ রান করেন।
বিজ্ঞাপন
অপর ম্যাচে নেপালের বিপক্ষে আরও বড় ব্যবধানে হারল ভারত। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে রশিদ খান ১৭ বলে ৫৫ (রিটায়ার্ড হার্ট), সুন্দিপ জরা ১২ বলে ৪৭ ও লোকেশ বাম ৭ বলে ৩১ রান করলে ১৩৭ রানের বড় পুঁজি পায় নেপাল। তাদের কোনো উইকেটই নিতে পারেনি ভারত। লক্ষ্য তাড়ায় নেমেও তাদের কেউ ব্যাটিংয়ে ভরসা হতে পারেননি। সমান ১২ রান করে এসেছে ভারত চিপলি ও প্রিয়াঙ্কের ব্যাটে। ফলে ৩ ওভারে মাত্র ৪৫ রানে গুটিয়ে ৯২ রানের বড় হার নিশ্চিত করে কার্তিকের দল।
এএইচএস