সর্বশেষ আইপিএলের মেগা নিলাম থেকে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় লিগটিতে খেলা অভ্যাসে পরিণত করে ফেলা মুস্তাফিজুর রহমানকে নিয়েও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে শেষ দিকে মাত্র তিনটি ম্যাচের জন্য দিল্লি ক্যাপিটালসে ডাক পেয়েছিলেন বাংলাদেশি পেসার। দল প্লে-অফে গেলে ম্যাচসংখ্যা আরও বাড়তে পারত। যদিও তেমন কিছু হয়নি

তবে ব্যক্তিগতভাবে আসরটা একেবারে মন্দ কাটেনি কাটার মাস্টারের। তিন ম্যাচে চার উইকেট শিকার করেছেন। যার মধ্যে এক ম্যাচেই শিকার করেন ৩ উইকেট। আরেকটা মৌসুমের তোড়জোড় চলছে। এরই মধ্যে স্কোয়াড সাজানোর কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। 

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে আইপিএলের ১০ দলকে জানিয়ে দিতে হবে তারা কাদের ধরে রাখবে ও ছেড়ে দেবে। আগামী ডিসেম্বরে হবে আইপিএলের মিনি নিলাম। বদলি হিসেবে গেল আসরে খেলায় মুস্তাফিজকে রিটেইন করার সুযোগ নেই দিল্লির। তবে মিনি নিলাম থেকে চাইলে তাকে আবারও দলে ভেড়াতে পারে তারা (IPL Trade News Live Updates)। 

সর্বশেষ আইপিএলে মিশ্র অভিজ্ঞতা হয়েছে দিল্লি ক্যাপিটালসের। টুর্নামেন্টের শুরুটা ছিল আশাব্যঞ্জক—প্রথম সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতেছিল তারা। কিন্তু মৌসুমের দ্বিতীয় ভাগে হঠাৎ গতি হারিয়ে ফেলে দলটি। শেষ সাত ম্যাচে জয় আসে মাত্র দুইটিতে। ফলে পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করতে হয় ক্যাপিটালসকে। 

ডিসেম্বরের মিনি নিলামকে সামনে রেখে দল গোছাতে উঠেপড়ে নেমেছে দিল্লির ফ্র্যাঞ্চাইজি। নির্ভরযোগ্য খেলোয়াড়দের ধরে রেখে পারফরম্যান্সে হতাশ করা কয়েকজনকে বিদায় দিতে প্রস্তুত তারা। এ তালিকায় ভারতীয়দের পাশাপাশি বিদেশি ক্রিকেটাররাও আছেন। ছাড়পত্র পাওয়া সম্ভাব্য খেলোয়াড়রা হচ্ছেন- করুণ নায়ার, দুশমন্থ চামিরা, ডোনোভান ফেরেইরা ও মোহিত শর্মা। 

যাদের ধরে রাখতে পারে দিল্লি

আইপিএলের মেগা নিলামের আগে মাত্র চারজন ক্রিকেটার ধরে রাখার নিয়ম থাকলেও মিনি নিলামের আগে তেমন কিছু নেই। ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের ইচ্ছেমতো প্লেয়ার রিটেন করতে পারে এবং ছেড়ে দিতে পারবে। সাধারণত ফ্র্যাঞ্চাইজিগুলো ১৪–১৮ জন পর্যন্ত খেলোয়াড় ধরে রাখে, যাতে নিলামে নতুনদের জায়গা থাকে ও বাজেটও বাঁচে।

নতুন মৌসুম শুরুর আগে সাধারণত ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের মূল শক্তি ধরে রাখতে সেরা একাদশের তালিকায় নজর রাখে। অভিজ্ঞতা, তারকা খ্যাতি ও তরুণ প্রতিভার মিশ্রণই থাকছে এই তালিকায়। অবশ্য কেএল রাহুলকে নিয়ে ট্রেডের গুঞ্জন শোনা যাচ্ছে। আসন্ন নিলামের আগে দিল্লি শিবিরে সবচেয়ে আলোচিত নাম এই উইকেটকিপার ব্যাটার।

কলকাতা নাইট রাইডার্স নাকি ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছে রাহুলকে দলে ভেড়াতে। এমনকি কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাহুলের বিনিময়ে আন্দ্রে রাসেলকে অফার করতেও প্রস্তুত ছিল কেকেআর। তবে সূত্র বলছে, দিল্লি এখনই রাহুলকে ছাড়তে রাজি নয়—বিশেষ করে ২০২৫ মৌসুমে তার ধারাবাহিক পারফরম্যান্সের পর  (IPL 2026) ।

দিল্লি ক্যাপিটালসের বর্তমান স্কোয়াড

ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), সেদিকুল্লাহ আটাল, করুণ নায়ার, সামির রিজভী, ট্রিস্টান স্টাবস (উইকেটকিপার), আশুতোষ শর্মা, বিপ্রজ নিগম, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুস্তাফিজুর রহমান, মুকেশ কুমার, কেএল রাহুল, মানভন্ত কুমার এল, ত্রিপুরণা বিজয়, অজয় জাদব মণ্ডল, দর্শন নালকান্দে, অভিষেক পোরেল, মাধব তিওয়ারি, দুশমন্থ চামিরা, অক্ষর প্যাটেল, টি নটরাজন, ডোনোভান ফেরেইরা।

এফআই