চূড়ান্ত হলো আইপিএল নিলাম কবে, কোথায়
২০২৬ আইপিএল নিলামের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা এলো। চূড়ান্ত হয়েছে দিনক্ষণ ও ভেন্যু। আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হবে মিনি নিলাম।
এনিয়ে টানা তিন বছর দেশের বাইরে আইপিএল নিলাম হচ্ছে। ২০২৪ সালের নিলাম প্রথমবারের মতো ভারতের বাইরে দুবাইয়ে হয়েছিল। তারপর গত আসরের দুই দিনের মেগা নিলাম জেদ্দায় হয়েছিল গত নভেম্বরে।
বিজ্ঞাপন
আগামী ১৫ নভেম্বর বিকেলের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ছেড়ে দেওয়া ও ধরে রাখা খেলোয়াড়দের তালিকা পাঠাতে বলা হয়েছে।
২০২৫ আইপিএল শেষে চালু হওয়া ট্রেডিং উইন্ডো নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত থাকবে এবং পরে তা আবার শুরু হয়ে চালু থাকবে ২০২৬ আইপিএল শুরুর এক মাস আগে পর্যন্ত। আগামী নিলামে কেনা কোনো খেলোয়াড়কে ট্রেড করতে পারবে না ১০ ফ্র্যাঞ্চাইজি।
বিজ্ঞাপন
বিসিসিআই সূত্রে খবর, নিলামের সময় ভারতে বিয়ের মৌসুম। হোটেলগুলো খালি পেতে সমস্যা হয়। সে কথা মাথায় রেখেই বিদেশে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা ছাড়া ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে অ্যাশেজ সিরিজ। তার আগেই নিলাম করা হবে সম্প্রচারকারীদের সুবিধার্থে।
এরই মধ্যে ট্রেড উইন্ডোতে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ভারতীয় কিপার ব্যাটার সাঞ্জু স্যামসনকে রাজস্থান রয়্যালস থেকে নিয়েছে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে দিয়ে।
বৃহস্পতিবার আরেক পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স দুই কোটি ও ২ কোটি ৬০ লাখ রুপি দিয়ে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স থেকে নিয়েছে অলরাউন্ডার শার্দুল ঠাকুর ও শেরফানে রাদারফোর্ডকে। আরেকটি ট্রেডে লখনউ ৩০ লাখ রূপিতে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে কিনেছে অর্জুন টেন্ডুলকারকে।
আগামী ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত হওয়ার কথা আইপিএলের।
এফএইচএম/