সম্প্রতি বাংলাদেশের ফুটবলারদের নিয়ে নেতিবাচক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। এ নিয়ে গতকাল  শুক্রবার (১৪ নভেম্বর) আসিফের এমন বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আগেই চিঠি দিয়েছেন এই ইস্যুতে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে বলেন, ‘বাফুফের দেওয়া চিঠির জবাব কাল দেবো। আপনারা সবাই জানতে পারবেন। আর আসিফ আমাদের পরিচালক। আশা করছি প্রসঙ্গটি নিয়ে সামনের দিকে আর কিছু হবে না।’

আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এই ম্যাচ মাঠে বসে দেখতে চান বুলবুল। তিনি বলেন, ‘১৮ নভেম্বর ভারতের বিপক্ষে বাংলাদেশের ফুটবল ম্যাচ আছে। বাফুফে থেকে টিকিট পেলে খেলা দেখতে যাবো। আসিফকেও নিয়ে যাবো। ও যদি টিকিট না পায় তাহলে আপনারা (বাফুফে) টিকিট দিয়ে দেন ওকে। আগে টিকিট পেয়েছিলাম। এবারও পাবো আশা করছি।’

ফুটবল ও ক্রিকেটের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই জানিয়ে  বুলবুল বলেছেন, ‘ক্রিকেট-ফুটবল-হকি সবই আমাদের খেলা। আমাদের কারও সঙ্গে রেষারেষি নেই। তাবিথ ভাইয়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক। আমি নিজেও ফুটবল খেলেছি। এখন সব খেলাই ভালো চলছে। আর্চারিতে ভালো করেছি। নারী বিশ্বকাপ কাবাডিও হচ্ছে। সবই তো দেশের খেলা। আমরা চাইছি আধুনিক বিজ্ঞান সম্মত কমপ্লেক্স করতে। সেখানে আধুনিক সব কিছু থাকবে। শুধু ক্রিকেট নয় ফুটবল, হকিসহ সবাই ব্যবহার করতে পারবে।’

এসএইচ/এইচজেএস