হোপের সেঞ্চুরি ব্যর্থ, কনওয়ে-রাচিনের ব্যাটে সিরিজ নিউজিল্যান্ডের
নেপিয়ারে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নাথান স্মিথ ও কাইল জেমিসনের দুর্দান্ত বোলিং সামলে ওয়েস্ট ইন্ডিজকে লড়াই করার মতো স্কোর এনে দেন শাই হোপ। তার একার লড়াইয়ে ২৪৭ রান করে ক্যারিবিয়ানরা। তারপর ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রের ওপেনিং জুটিতে জয়ের ভিত গড়ে নিউজিল্যান্ড। তারপর মিচেল স্যান্টনার ক্যামিও ইনিংস খেলে দলকে জেতান।
৩৪ ওভারের ম্যাচে তিন বল হাতে রেখে ৫ উইকেটে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। এনিয়ে ঘরের মাঠে টানা ১১তম ওয়ানডে সিরিজ জিতল তারা।
বিজ্ঞাপন
দশম ওভারে ৩৮ রানে ২ উইকেট হারানোর পর হোপ ক্রিজে নামেন। উইন্ডিজ অধিনায়ক তারপর একাই দলকে টেনে তোলেন। ৮৬ রানে ৫ উইকেট হারানো ক্যারিবিয়ানরা প্রায় আড়াইশ করেছে হোপের অপরাজিত সেঞ্চুরিতে। ৬৯ বলে ১৩ চার ও ৪ ছয়ে ১০৯ রানে ক্রিজে ছিলেন তিনি।
বিজ্ঞাপন
দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন আকিম অগুস্তে, জাস্টিন গ্রিভস ও রোমারিও শেফার্ড। ২১ রান আসে ম্যাথু ফোর্ডের ব্যাটে।
স্মিথ ৭ ওভারে ৪২ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট নেন। তিনটি উইকেট পান জেমিসন।
২৪৮ রানের লক্ষ্যে নেমে কনওয়ে ও রাচিন ১৬তম ওভারে দলকে একশ রান এনে দেন। পরের ওভারে রাচিন ৫৬ রানে আউট হলে ভাঙে ১০৬ রানের জুটি।
তারপর আর ৬০ রান তুলতে আরো তিন উইকেট হারালে নিউজিল্যান্ড একটু চাপে পড়েছিল। কনওয়ে ৮৪ বলে ১৩ চার ও ১ ছয়ে ৯০ রানে আউট হন।
এরপর টম ল্যাথাম ও স্যান্টনারে জয়ের বন্দরে পৌঁছায় কিউইরা। ১৫ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৪ রানে অপরাজিত ছিলেন স্যান্টনার। অধিনায়কের সঙ্গে অন্য প্রান্তে ৩৯ রানে ক্রিজে ছিলেন ল্যাথাম।
তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে থাকল নিউজিল্যান্ড। আগামী শনিবার সিরিজের শেষ ম্যাচ খেলবে দুই দল।
এফএইচএম/