ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ। পাঁচ ম্যাচের ঐতিহাসিক সিরিজে বাংলাদেশের জন্য গর্ব করার মতো ব্যাপার ঘটছে। প্রথম দুই ম্যাচে আম্পায়ার থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে অ্যাশেজে দায়িত্ব পালন করতে যাচ্ছেন আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার।

পার্থে প্রথম টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন শরফুদ্দৌলা। এই টেস্টে অন-ফিল্ড আম্পায়ার ভারতের নিতিন মেনন ও দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক। অস্ট্রেলিয়ার শন ক্রেইগ চতুর্থ আম্পায়ার। আর ম্যাচ রেফারি শ্রীলঙ্কার রঞ্জন মদুগল।

শরফুদ্দৌলা ব্রিসবেন টেস্টে মাঠেই আম্পায়ারিং করবেন। ৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে অন-ফিল্ড আম্পায়ার তিনি। তার সঙ্গে মাঠে থাকবেন হোল্ডস্টক। টিভি আম্পায়ার নিতিন। চতুর্থ আম্পায়ার অস্ট্রেলিয়ার ফিল গিলেস্পি ও ম্যাচ রেফারি রঞ্জন মাদুগল।

অস্ট্রেলিয়ায় আগেও আম্পায়ারিং করেছেন শরফুদ্দৌলা। গত বছর অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে প্রথমবারের নিরপেক্ষ আম্পায়ার ছিলেন তিনি।

এফএইচএম/