সাকিব আল হাসান ১৩ মাস হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে। গত বছর সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেটকেও বিদায় বলে দিয়েছেন। আর তার শূন্যতা বেশ ভালোভাবে পূরণ করে যাচ্ছেন তাইজুল ইসলাম। ৩৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১৩ উইকেট নিয়েছেন। শেষ ম্যাচে ৯ উইকেট নেওয়ার পথে সাকিবকে টপকে টেস্টের শীর্ষ উইকেট শিকারি হয়েছেন। এমনকি বাঁহাতি স্পিনার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক যৌথভাবে সবচেয়ে কম ম্যাচ খেলে ছুঁয়েছেন।

সাকিবের অনুপস্থিতিতে স্বাভাবিকভাবে তাইজুলের দায়িত্ব বেড়েছে কয়েকগুণ। ফিটনেস ও ছন্দে থাকলে তিনি হয়তো আরো ৪-৫ বছর বাংলাদেশ দলের স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন। 

বাস্তবতা বিবেচনায় হয়তো সাকিবের আর দেশের ক্রিকেটে ফেরার সম্ভাবনা ক্ষীণ। তবে ভবিষ্যতে তিনি স্পিন কোচ হলে কতটা রোমাঞ্চ কাজ করবে, কী শিখতে চাইবেন, তাইজুলের কাছে এমন প্রশ্ন এলো গণমাধ্যমের কাছ থেকে।

তাইজুল বললেন, ‘না এখানে রোমাঞ্চিত হওয়ার কিছু নাই। এখানে উনি একজন বড় তারকা। এখন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে কোচ হিসেবে নিয়োগ দেয়, অবশ্যই এটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত হবে। যে-ই কোচ আসবে আমাদের তাদের সঙ্গেই কাজ করতে হবে।’

সাকিবকে ছাড়িয়ে গেলেন তাইজুল। তাকে কে ছাড়িয়ে যেতে পারেন, এমন প্রশ্নে তার উত্তর, ‘এটা বলাটা কঠিন, এখন এই মুহূর্তে এভাবে বলাটা (কঠিন)। যখন আপনি দেখবেন একজনের ক্যারিয়ারে ১০০-১৫০-২০০ উইকেট যোগ হয়েছে, তখন হয়তোবা বুঝবেন, এর বয়স এমন আছে বা এর সামনে এত ম্যাচ খেলতে পারে তখন একটা সম্ভাবনার কথা বলা যায়। না এই একটা সময়ে এরকম উইকেটের মালিক হতে পারে। এখন যারা শুরু করছে এখনই আপনার বলাটা কঠিন- সে ৫০০ উইকেটে যাবে।’

এসএইচ/এফএইচএম