১০ বছরের জন্য চুক্তি করল যে ফ্র্যাঞ্চাইজি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এতদিন ফ্র্যাঞ্চাইজিগুলো প্রতি আসরের জন্য চুক্তি করত বিসিবির সঙ্গে। তবে আসন্ন বিপিএলের আগে ৫ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি করছে বোর্ড। আর তাতেই কমেছে দল সংখ্যা। অথচ বিপিএলের পর যাত্রা শুরু করা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দেখা গেল বিপরীত চিত্র।
পিএসএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। দলটি এবার আগামী ১০ বছরের জন্য পিএসএল কতৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে। পেশাদারিত্বের কারণে ভক্তদের কাছে বেশ জনপ্রিয় দলটি।
বিজ্ঞাপন
পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি বলেন, 'আমি অত্যন্ত আনন্দিত যে পেশোয়ার জালমি জাভেদ আফ্রিদির নেতৃত্বেই এগিয়ে যাবে। তার অঙ্গীকার, পেশাদারিত্ব এবং আবেগ জালমিকে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ক্রীড়া ব্র্যান্ডে পরিণত করতে মূল ভূমিকা রেখেছে।'
'জাভেদ আফ্রিদির দূরদর্শী নেতৃত্ব শুধু জালমি ফ্র্যাঞ্চাইজিকেই শক্তিশালী করেনি, বরং পিএসএলের সাফল্যেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার চুক্তি নবায়নের সিদ্ধান্ত লিগের ভবিষ্যৎ সম্ভাবনা ও ধারাবাহিক সাফল্যের প্রতি দৃঢ় বিশ্বাসকে প্রতিফলিত করে।'-যোগ করেন তিনি।
বিজ্ঞাপন
পিএসএল এর প্রধান নির্বাহী সালমান নাসের বলেন, 'পেশোয়ার জালমির শক্তি, উদার মনোভাব এবং সমর্থকদের সঙ্গে গভীর সম্পর্ক—এসবই পিএসএলের পরিচিতি গঠনে মূল ভূমিকা রেখেছে। জাভেদ আফ্রিদির সঙ্গে যাত্রা চলমান রাখতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, যিনি সবসময় লিগকে শক্তিশালী করা এবং নতুন প্রতিভা গড়ে তোলার ক্ষেত্রে প্রতিশ্রুতি দেখিয়ে এসেছেন।'
'তার দূরদর্শী নেতৃত্ব ও সমর্থন পিএসএলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আগামী এক দশকে এই অংশীদারিত্ব আরও নতুন নতুন সম্ভাবনা নিয়ে আসবে, তা দেখার জন্য আমরা মুখিয়ে আছি।'-যোগ করেন তিনি।
এইচজেএস