নির্বাচক হাবিবুল বাশার ও সাকিব আল হাসান/ফাইল ছবি

জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা হয়ে গেছে। মুশফিকুর রহিমকে টি-টোয়েন্টি দল থেকে বিশ্রাম দেওয়া হলেও সাকিব আল হাসানকে কোনো ফরম্যাটেই বিশ্রাম দেওয়া হয়নি। রাখা হয়েছে তিন ফরম্যাটেই। এর ব্যাখ্যা দিতে গেলে নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, সাকিব কোনো ফরম্যাট থেকেই বিশ্রাম চাননি এবার। বরং পারফর্ম করার জন্য মুখিয়েই আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

নিউজিল্যান্ড সিরিজের আগে ব্যক্তিগত কারণে বিশ্রাম চেয়েছিলেন সাকিব। এর ফলে তাসমান সাগরপাড়ে বাংলাদেশকে যেতে হয়েছিল তাকে ছাড়াই। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে টানা ছয়টি হার দিয়ে শেষ হয়েছিল বাংলাদেশের সেই সফর। তবে এই সিরিজের আগে কোনো বিশ্রাম চাননি বিশ্বসেরা এই অলরাউন্ডার, এ কারণেই তিনি আছেন বাংলাদেশের তিন ফরম্যাটের দলেই।

হাবিবুল বলেন, 'আমরা যখন কোনো দল তৈরি করি তখন আমাদের সামনে আসে কারা এই সিরিজে খেলতে প্রস্তুত আর কারা প্রস্তুত নয়। সাকিব নিউজিল্যান্ড সফরের আগে বলেছিল, সে থাকবে না। এবার ও নিজ থেকে এমন বলেনি বা আমাদের কাছে আসেনি যে এই ফরম্যাটে খেলতে চায় বা এই ফরম্যাটে খেলতে চায় না। স্বভাবতই সে সব ফরম্যাটে খেলতে চাচ্ছে এবং পারফর্ম করার জন্য সাকিব মুখিয়ে আছে।'

ঢাকা প্রিমিয়ার লিগটা ভালো যায়নি তার। ব্যাট হাতে তিনি ছিলেন দারুণ ব্যর্থ। বরং মাঠে অশোভন আচরণ করে নিষেধাজ্ঞাতেও পড়তে হয়েছিল তাকে। সেসব স্মৃতি আন্তর্জাতিক পরিমণ্ডলে পারফর্ম করে ভুলতে চান সাকিব, জানালেন হাবিবুল। বাংলাদেশের সাবেক অধিনায়কের কথা, 'ডিপিএল ওর ভালো যায়নি কিন্তু আন্তর্জাতিক ম্যাচের জন্য উদগ্রীব হয়ে আছে। আমরা আশাবাদী ওর সেরা পারফর্ম্যান্স দেখতে পারব। আমাদের ও বলেনি যে কোনো ফরম্যাট খেলবে না।'

এনইউ