আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি হিসেবে টি-টোয়েন্টি খেলার অভ্যাসটা যথাসম্ভব বাড়িয়ে নেওয়াই লক্ষ্য। সে ভাবনা থেকেই এবার টি-টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। তবে এই টুর্নামেন্টের ঠিক পরপরই যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, সে ভাবনা যেন থেকে গেছে উপেক্ষিতই। টেস্ট খেলতে যাওয়ার আগে টি-টোয়েন্টি খেলাটাকে মোটেও আদর্শ প্রস্তুতি হিসেবে দেখছেন না নির্বাচক হাবিবুল বাশার সুমন।

জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা হয়েছে আজ বুধবার। আগামী সোমবার সে সফরের জন্য দেশ ছাড়বেন তামিম-সাকিবরা। সিরিজের প্রথম ম্যাচটাই হবে টেস্ট। আগামী ৭ জুলাই সিরিজের একমাত্র টেস্ট খেলতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে মুমিনুল হকের দল। তার আগে দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে হাবিবুল জানালেন, টেস্টের ঠিক আগে টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট খেলায় প্রস্তুতির ঘাটতি থেকে যাচ্ছে বেশ।

বললেন, 'অবশ্যই না, টি-টোয়েন্টি খেলে টেস্ট খেলতে যাওয়া অবশ্যই আদর্শ প্রস্তুতি নয়। আমাদের একটা সুযোগ আছে প্র্যাকটিস ম্যাচ খেলার, দুই দিনের ম্যাচ। যে কয়দিন সময় পাব এর মধ্যেই প্রস্তুতি নিতে হবে। এর মধ্যে প্রস্তুতি নিতে হবে। এর চেয়ে ভালো প্রস্তুতির সুযোগ আমাদের হাতে নেই। খুব ভালো হত যদি ফার্স্ট ক্লাস খেলে টেস্ট খেলতে যেতাম। ওখানে গিয়ে এক-দুটি চার দিনের ম্যাচ খেলতে পারলে আরও ভালো হত। আপাতত এটাই আমাদের প্রস্তুত করার সেরা সুযোগ।'

তবে প্রস্তুতির এই ঘাটতিকে অজুহাত বানিয়ে নিতে নারাজ বাংলাদেশ দলের নির্বাচক। এ বাধা জয় করেই ভালো করার আশাবাদ ব্যক্ত করলেন তিনি। বললেন, 'হ্যাঁ, আদর্শ নয়। তবে একে অজুহাত হিসেবে নিতে চাচ্ছি না আমরা। যেমন পরিস্থিতি বা কন্ডিশনই থাকুক, আমরা ভালো করতে চাই।' 

এনইউ