বিশ্বকাপে একই মাঠে ৩ ম্যাচ খেলবে বাংলাদেশ, যা বললেন লিটন
গতকাল প্রকাশিত হয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। ভারতসহ শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। আসরে টানা তিন ম্যাচই বাংলাদেশ খেলবে কলকাতায়।
এমন সূচি দেখে সন্তুষ্টির কথা জানালেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বিশ্বকাপ সূচি প্রসঙ্গে লিটন বলেন, 'আমার কাছে মনে হয় টি-টোয়েন্টি ফরম্যাটে খেলাগুলা খুবই ভালো হওয়ার কথা। সবগুলো টিমই টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ভালো দল। কলকাতায় খেলা হলে একটা সুবিধা যেটা, আমরা পরপর তিনটা গেম খেলব, এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। এই তো, আর আমরা চেষ্টা করব আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার।'
বিজ্ঞাপন
আয়ারল্যান্ড সিরিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন লিটন, 'আমি এখানেও চাই যে আমার প্লেয়াররা কঠিন অবস্থায় পড়বে। কিন্তু কঠিন অবস্থায় পড়ার পর যে জিনিসটা হয়েছিল শেষ সিরিজে, আমরা জিততে পারিনি। তবে এবার চেষ্টা করব যেন ঐখান থেকে, কঠিন অবস্থা থেকে বের হয়ে যেন ম্যাচগুলো জিততে পারি।'
শক্তির দিক দিয়ে বাংলাদেশ থেকে বেশ পিছিয়ে আছে আয়ারল্যান্ড। তবে প্রতিপক্ষকেও সমীহ করছেন লিটন, 'আমাদের যে টিম আছে, আমাদের যে সক্ষমতা আছে, আমরা যদি আমাদের দিনে শতভাগ ক্রিকেট খেলতে পারি, অবশ্যই ডমিনেটিং (দাপুটে) জয় পাওয়া সম্ভব। আবার সেম টাইম আপনাকে ক্রিকেটে প্রত্যেকটা টিমকেই রেসপেক্ট করতে হবে। যেদিন যে ভালো ক্রিকেট খেলবে তাদেরই পক্ষে গেম যাবে। আমরা চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেটটা খেলার।'
বিজ্ঞাপন
এসএইচ/এইচজেএস