দ্রুত উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে মাত্র ২০ রান তুলতে পেরেছে বাংলাদেশ। এমন বিপর্যয়ে দলের হাল ধরেছেন জাকের আলি ও তাওহিদ হৃদয়। দুজনে মিলে চেষ্টা করছেন শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নেওয়ার।

১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৬৬ রান। জয়ের জন্য বাংলাদেশের আরো প্রয়োজন ১১৬ রান।

১৮২ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। ম্যাথু হামফ্রিসের বলে উড়িয়ে মারার চেষ্টায় মিড অনে হ্যারি টেক্টরের হাতে ধরা পড়েন এই ওপেনার।

তিনে নেমে পুরোপুরি ব্যর্থ লিটন দাস। পেসার মার্ক অ্যাডায়ারের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন টিম হ্যাক্টরের হাতে। ৩ বলে ১ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক।

শূন্য রানে জীবন পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। তবে তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। জীবন পেয়েও মাত্র ১ রান করেছেন। ১ রানে ইমন ফেরায় ৫ রানেই বাংলাদেশ হারায় ৩ ব্যাটারকে।

ইনফর্ম সাইফ হাসানও আজ ব্যর্থ হয়েছেন। ব্যারি ম্যাকার্থির বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন ডানহাতি এই ব্যাটার। ১৩ বলে ৬ রান করেছেন সাইফ। তাতে ১৮ রানে প্রথম সারির ৪ ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

এইচজেএস