নিলামে নাম না থাকায় গুজব, মুখ খুললেন আল-আমিন
আজ বিপিএলের দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে গতকাল দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে বিসিবি। নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের। এর মধ্যে আলোচিত এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। বিভিন্ন সময় বিপিএলের পৃথক ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে। এ ছাড়া বিপিএলের নিলাম থেকে বাদ পড়েছেন আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ-উজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলাম।
সম্প্রতি বিসিবি জানিয়েছিল, বিপিএলের গত আসরে ফিক্সিংয়ের সন্দেহে থাকা ক্রিকেটারদের নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না। গতকাল নিলামের আগের দিন প্রকাশিত তালিকায় দেখা গেছে, সেখানে নেই বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম। বাংলাদেশের পেসার আল-আমিন হোসেনের নাম না থাকায় অনেকের কৌতূহল দেখা গেছে। অনেকে গুজব ছড়াচ্ছেন, তিনিও হয়তো সন্দেহভাজন হিসেবে নিলামে জায়গা পাননি। এই ব্যাপারে ফেসবুক পোস্টে নিজেই ব্যাখ্যা দিলেন এই পেসার।
বিজ্ঞাপন
আল-আমিন লিখেছেন, ‘আমি, আল-আমিন হোসাইন, বিগত ৭ মাস যাবৎ পারিবারিক সমস্যাজনিত কারণে ছুটিতে আছি। বর্তমানে আমি যুক্তরাষ্ট্রে অবস্থান করছি। এ কারণে বিগত এনসিএল টি-২০, এনসিএল টেস্টসহ কোনো টুর্নামেন্টেই আমার অংশগ্রহণ ছিল না।’
তারপর ছড়িয়ে পড়া গুজব নিয়ে তিনি বলেছেন, ‘চলতি বছরের বিপিএলের ড্রাফট তালিকায় আমার নাম না থাকায় অনেকেই গুজব ছড়াচ্ছেন। আমি ছুটিতে থাকায় স্বাভাবিকভাবেই আমার নাম তালিকায় আসেনি এবং আমি নিজ উদ্যোগে ড্রাফট তালিকা থেকে নাম প্রত্যাহার করেছি।’
বিজ্ঞাপন
আজ (রোববার) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে বিপিএলের খেলোয়াড় বিকিকিনি। রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হবে। যা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এ ছাড়া বিসিবির ইউটিউব চ্যানেলেও নিলাম অনুষ্ঠান দেখা যাবে।
এফএইচএম/