গ্র্যান্ডমাস্টার নর্মের জন্য দেশ-বিদেশ হন্যে হয়ে ঘুরছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। দেশে আয়োজিত লিওনাইন গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে তারা কেউ নর্ম পাননি। সেই খেলা শেষ করে আমেরিকার নর্থ ক্যারিলোনায় ছুটেছিলেন নর্মের জন্য। সেখান থেকে বিফল হয়ে ফিরতে হচ্ছে।

মার্কিন যুক্তরাস্ট্রের নর্থ ক্যারিলোনার হিলটন চ্যারলোট ইউনির্ভাসিটির প্লেসে ইউএস মাস্টারস দাবা চ্যাম্পিয়নশিপে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া অনূর্ধ্ব-২৩৫০ রেটিং ক্যাটাগরিতে ২য় পুরস্কার লাভ করেছেন। তিনি ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে সম্মিলিত তালিকায় ২৫১ জনের মধ্যে ৩৯তম হন। অনূর্ধ্ব-২৩৫০ রেটিং ক্যাটাগরিতে ২য় পুরস্কার হিসেবে তিনি তিনশত মার্কিন ডলার অর্থ পুরস্কার লাভ করেন। একটি ক্যাটাগরিতে দ্বিতীয় হয়ে আর্থিক পুরস্কার পেলেও কাঙ্খিত নর্ম পাননি। নয় খেলায় সাত পয়েন্ট পেলে নর্ম পেতেন।  

গতকাল (রোববার) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ইসরাইলের গ্র্যান্ড মাস্টার পরখভ ইয়ায়িরের কাছে হেরে যান এবং আজ (সোমবার) বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যুক্তরাস্ট্রের গ্র্যান্ড মাস্টার মোলনকে পরাজিত করেন। 

আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৭ খেলায় সাড়ে চার পয়েন্ট নিয়ে ১০১ তম হন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সপ্তম রাউন্ড পর্যন্ত আর অংশ নেননি। সাড়ে সাত পয়েন্ট করে নিয়ে যুক্তরাস্ট্রের গ্র্যান্ড মাস্টার লিয়াং এউনডের চ্যাম্পিয়ন ও যুক্তরাস্ট্রের গ্র্যান্ড মাস্টার হোং এন্ড্রু রানার-আপ হন। বিভিন্ন দেশের ৩৮ জন গ্র্যান্ড মাস্টার ও ৩১ জন আন্তর্জাতিক মাস্টারসহ ২৫১ জন দাবাড়ু এ ইভেন্টে অংশগ্রহণ করেন।

এজেড/এইচজেএস