পার্থে এক ইনিংসে ব্যাট করার পর ইনজুরিতে পড়েন উসমান খাজা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেননি তিনি। ফিল্ডিং করতে গিয়ে পাওয়া পিঠের চোট তাকে গ্যাবা টেস্টে দর্শক বানিয়ে রাখছে। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে নেই অস্ট্রেলিয়ান ওপেনার। 

খাজার বদলি হিসেবে কাউকে দলে যুক্ত করেনি অস্ট্রেলিয়া। তাতে করে জশ ইংলিস ও বেউ ওয়েবস্টারের একাদশে ফেরার সম্ভাবনা বাড়ল। আর প্রথম ম্যাচে খাজার বদলে টপ অর্ডারে জায়গা পেয়ে তাণ্ডব চালান ট্রাভিস হেড। নিয়মিত ওপেনার ছিটকে যাওয়ায় মার্নাস লাবুশেনের সঙ্গে ওপেনিংয়ে তাকেই দেখা যাবে।

মঙ্গলবার খাজা নেট সেশনে থাকলেও অস্বস্তিতে ছিলেন। পুরোপুরি ফিট না হওয়ার লক্ষণ দেখতে পাওয়ায় তাকে বাদ দেওয়া হলো।

এদিকে ম্যাচের ৪৮ ঘণ্টা আগে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। একটি পরিবর্তন এনেছে তারা। আগেই জানা গিয়েছিল, পেসার মার্ক উড থাকছেন না। তার বদলে স্পিন বোলিং অলরাউন্ডার উইল জ্যাকসকে একাদশে ফেরানো হয়েছে। ব্যাটিং শক্তি বাড়াতে ফ্রন্টলাইন স্পিনার শোয়েব বশিরকে ছাপিয়ে তাকে নেওয়া হলো।

২০২২ সালে জ্যাকসের টেস্ট অভিষেক হয়। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট নেন তিনি। একই সিরিজে মুলতানে আরেকটি মাত্র টেস্ট খেলেন জ্যাকস।

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার।

এফএইচএম/