ভারতীয় পেসারকে আইসিসির শাস্তি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে। কিন্তু এর মধ্যেই স্বাগতিক শিবিরে শাস্তির ধাক্কা! প্রথম ওয়ানডে ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ভারতীয় পেসার হার্ষিত রানার বিরুদ্ধে। তার জেরেই শাস্তির কবলে তরুণ এই পেসার।
আইসিসির শৃঙ্খলাবিধির ২.৫ ধারা ভেঙেছেন হার্ষিত। আন্তর্জাতিক ম্যাচে বিপক্ষ ব্যাটারকে আউট করার পর তিনি পাল্টা প্রতিক্রিয়া দিতে পারেন এমন কোনও ভাষা, কাজ বা অঙ্গভঙ্গি করলে সংশ্লিষ্ট ক্রিকেটার শাস্তি পান। সেই নিয়ম ভাঙার কারণেই শাস্তি পেয়েছেন হার্ষিত।
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২২তম ওভারে ঘটনাটি ঘটে। ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করার পর তাকে আঙুল দেখিয়ে সাজঘরে ফেরার ইঙ্গিত করেন হার্ষিত। আইসিসির মতে, ওই আচরণে ব্যাটার প্ররোচিত হতে পারতেন। তবে ব্রেভিস ওই ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেখাননি। হার্ষিতের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
বিজ্ঞাপন
গত ২৪ মাসে এটাই হার্ষিতের প্রথম অপরাধ। সে কারণেই গুরুতর শাস্তি পাননি। তবে আগামী দিনে একই রকম অপরাধ করলে শাস্তির মাত্রা বাড়তে পারে। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সিদ্ধান্ত মেনে নিয়েছেন হার্ষিত। তাই শুনানির দরকার পড়েনি। প্রথম ম্যাচে ভারত ১৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
প্রসঙ্গত, আজ সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিক দলের সংগ্রহ ৩৫ ওভার শেষে ৩ উইকেটে ২৫৭ রান। টানা দ্বিতীয় সেঞ্চুরির দ্বারপ্রান্তে বিরাট কোহলি।
এফআই