বাংলাদেশের এশিয়া কাপের দলে যুক্ত হচ্ছেন জীবন
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে আরব আমিরাতের মাটিতে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। যেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশ দলও। আর সেই টুর্নামেন্টের জন্য আনুষ্ঠানিক সূচিও ঘোষণা করেছে এসিসি। যেখানে অংশ নিতে আগামী ১০ ডিসেম্বর আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল।
তবে বাংলাদেশ দলের স্কোয়াড শক্তিশালি করতে যুক্ত হচ্ছেন শেখ পারভেজ জীবন। ২০২৪ সালের যুব দলের সদস্য ছিলেন তিনি। এরপর আর যুবা দলের হয়ে খেলেননি জীবন, ছিলেন এইচপিতে।
বিজ্ঞাপন
তবে ১৯ বছর বয়স পূর্ণ হতে এখনো কয়েকমাস বাকি রয়েছে জীবনের। যে কারণে তারকা এই স্পিনারকে এশিয়া কাপের দলে যুক্ত করতে যাচ্ছে বাংলাদেশ দল। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
যুব দলের ওয়ানডে ফরম্যাটের এই মহাদেশীয় প্রতিযোগিতা শুরু হবে ১২ ডিসেম্বর থেকে। যেখানে সরাসরি অংশ নেবে ৫টি দল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এর বাইরে বাছাইপর্ব খেলে উঠছে নেপাল, মালেয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত।
বিজ্ঞাপন
১৩ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৫ ডিসেম্বর কোয়ালিফায়ার ২ থেকে আসা নেপাল দলের বিপক্ষে নামবে আজিজুল হাকিম তামিমের দল। এ ছাড়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে যুবা টাইগাররা। এশিয়া কাপ সামনে রেখে গেল (মঙ্গলবার) থেকেই ক্যাম্প শুরু করেছে বাংলাদেশের যুবারা।
এসএইচ/এইচজেএস