আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচার নিয়ে ভারতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইসিসির সঙ্গে চার বছরের চুক্তি ভেঙে বেরিয়ে যেতে চায় জিয়োস্টার। ফলে টিভিতে বা মোবাইলে ভারতে কীভাবে বিশ্বকাপ দেখা যাবে তা এখনও নিশ্চিত নয়। 

‘ইকোনোমিক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, মুকেশ অম্বানীর কোম্পানি রিলায়্যান্সের নিয়ন্ত্রণাধীন জিয়োস্টার আইসিসির সঙ্গে আর চুক্তি রাখতে চাইছে না। আর্থিক ক্ষতির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ২০২৪-এ জিয়োস্টারের সঙ্গে ২৭ হাজার কোটি টাকায় চুক্তি হয়েছিল আইসিসির।

চুক্তি অনুযায়ী ২০২৪-২৭, এই চার বছরে চারটি আইসিসি প্রতিযোগিতা আয়োজিত হওয়ার কথা। তবে দ্বিতীয় বছরেই চুক্তি ভেঙে বেরিয়ে আসতে চাইছে জিয়োস্টার।

নতুন সম্প্রচারকারী সংস্থা খোঁজার কাজে নেমে পড়েছে আইসিসি। যোগাযোগ করা হয়েছে সনি পিকচার্স, নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের সঙ্গে। কেউই আগ্রহ দেখায়নি। গত চার বছরের জন্য ২৭ হাজার কোটিতে চুক্তি হলেও, ২০২৬-২০২৯, এই চার বছরের জন্য টাকার অঙ্ক কমিয়েছে আইসিসি। তারা ২১,৬৩৮ কোটি টাকা চেয়েছে।

নেটফ্লিক্স এদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে। তবে সম্প্রতি ওয়ার্নার ব্রাদার্স কেনার পর আর অর্থ খরচ করতে তারা রাজি হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি অন্যান্য খেলার দিকেও হাত বাড়াচ্ছে তারা। ক্রিকেট নিয়ে তাদের আগ্রহ কম।

এইচজেএস