আগামী ১২ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে যুব এশিয়া কাপের আসর। যেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশ দলও। টুর্নামেন্টটি খেলতে আজ বুধবার আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে যুবা টাইগাররা। 

সকাল ৯টা ৫০ মিনিটে ফ্লাইট হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে তথা ১১টা ৩০ মিনিটে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। 

এর আগে গেল দিন দুয়েক আগে ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। যেখানে অধিনায়ক হিসেবে রয়েছেন আজিজুল হাকিম তামিম। এই দলে ইনজুরির কারণে জায়গা হয়নি পেসার আল ফাহাদের। এ ছাড়া সবশেষ সিরিজে খেলা দেবাশীষ সরকার বাদ পড়েছেন। তার পরিবর্তে এশিয়া কাপ দলে জায়গা পেয়েছেন অফ স্পিনার শেখ পারভেজ জীবন।

১২ ডিসেম্বর শুরু হয়ে ২১ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। পুরো টুর্নামেন্ট মাঠে গড়াবে আরব আমিরাতের মাটিতে।

গত দুই আসরের চ্যাম্পিয়ন হওয়ায় এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাংলাদেশের। সেই আশা নিয়েই দুবাই যাচ্ছে আজিজুল হাকিম তামিমের দল। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল দারুণ ফর্মে আছে। গত কয়েক মাসে তারা কোনো সিরিজ হারেনি। অধিনায়ক তামিম দলের ধারাবাহিক জয়ের ওপর ভরসা রাখছেন এবং দলকে ইতিবাচক মনোবল দিয়ে এগিয়ে নিতে চান।

দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে তামিম বলছিলেন, 'আমরা প্রায় সবগুলো সিরিজেই জিতছি এবং শেষ কয়েকটা সিরিজ ড্র হয়েছে। আমরা এখন একটা সিরিজও হারিনি। তো আমাদের বিশ্বাস আছে যে আমরা ভালো কিছু করব, ইনশাআল্লাহ।'

বাংলাদেশ স্কোয়াড

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সামিউন বশির রাতুল, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হোসেন, ইকবাল হোসেন, আল আমিন, আহমেদ শাহরিয়ার, শাদ ইসলাম, মোহাম্মদ সবুজ।

স্ট্যান্ডবাই

রাফিউজ্জামান, সানদীদ মজুমদার, ফারজান আহমেদ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম, দেবাশীষ সরকার।

এসএইচ/এফআই