নিয়ম ভাঙলেই এক্রিডিটেশন বাতিল, হুঁশিয়ারি বিসিবির
সবশেষ বিপিএল ঘিরে ছিল বিতর্কের ছাপ। তার সঙ্গে যুক্ত হয় ফিক্সিংয়ের সন্দেহ। ফিক্সিং সন্দেহের জেরে বেশ কয়েকজন ক্রিকেটারকে এবার টুর্নামেন্টের বাইরে রেখেছে বিসিবি। তবে আসন্ন বিপিএল ঘিরে সতর্ক অবস্থানে বোর্ড।
বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল আজ বৃৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, 'খেলা চলাকালে মুঠোফোন ব্যবহারের কোনো নিয়ম নেই। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, যেমন ডাক্তারের মেডিকেল ইমারজেন্সির জন্য লাগবে, মিডিয়া ম্যানেজারের লাগবে, টিম ম্যানেজারের লাগতে পারে, তবে সেসব সামাজিক যোগাযোগের জন্য নয় কিন্তু।'
বিজ্ঞাপন
'আমরা দেখেছি অতীতে এসব নিয়ম লঙ্ঘন হয়েছে। ভেতরে-বাইরে যোগাযোগ হতো। এতে অবৈধ কাজে ভেতরের তথ্যাধি ব্যবহৃত হতো পারে।'-যোগ করেন তিনি।
এবার নিয়মি ভাঙলে কঠোর হবে বিসিবি, 'আপনি যতই খ্যাতিমান বা ক্ষমতাধর হন না কেন কেউ এখন নিয়ম ভাঙলেই তার এক্রিডিটেশন বাতিল করা হবে এবং বিপিএলের বাকি অংশ থেকে সরিয়ে দেওয়া হবে। কঠোরভাবে এটা প্রয়োগ করা হবে। সবাই এন্টি করাপশন কোড দেখে নেবেন ভালো করে।'
বিজ্ঞাপন
এসএইচ/এইচজেএস